ব্যক্তিগত জীবনে নয়া সুর চড়ালেন টলি অভিনেতা যশ দাসগুপ্ত  ইনস্টাগ্রামে বেলা চাও-এর সুরে জল্পনায় যেন শিলমোহর দিলেন যশ  মুখ না খুললেও গিটারের সুরে অনুরাগীদের মন জয় করে নিয়েছেন যশ  গুঞ্জনকে পাত্তা না দিয়ে বিন্দাস মুডে রয়েছেন সাংসদ অভিনেত্রী নুসরত

টলিপাড়ার অন্দরে কান পাতলেই একটাই খবর বিবাহিত সাংসদ-অভিনেত্রীর নুসরত জাহানের প্রেমে পড়েছেন টলি অভিনেতা যশ দাশগুপ্ত। ব্যক্তিগত জীবন যখন পাবলিকের বিনোদনের রসদ তখনই নয়া সুর চড়ালেন টলি অভিনেতা যশ। জল্পনা উস্কে গিটারে সুর তুললেন অভিনেতা। সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে বেলা চাও-এর সুরে জল্পনায় যেন শিলমোহর দিলেন যশ। এখানেই শেষ নয়, ক্যাপশনে লিখেছেন, 'মানি হাইস্ট' ওয়েব সিরিজের বিখ্যাত সংলাপ 'প্রেম সময় দেখে হয় না, তবে একবার হয়ে গেলে সেটাকে চুটিয়ে উপভোগ করতে হয়।' এই সুরে গিটারে তাল মিলিয়েই সবটা যেন আরও একবার মিলিয়ে দিলেন যশ। 

আরও পড়ুন-ক্লিভেজের গভীর খাঁজ থেকে অনাবৃত উরু, ফ্যাশনিস্তা মধুমিতার শরীরী আগুনে পুড়ে ছাই নেটিজেনরা...

View post on Instagram

এই ভিডিও প্রকাশ্যে আসার পর থেকেই সাংসদ অভিনেত্রী নুসরত জাহানের সঙ্গে যেন তার নামটি আরও যেন জড়িয়ে গেছে। যদিও সমস্ত বিতর্ককে এড়িয়ে যাওয়ার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন যশ। কিন্তু বির্তক তার পিছু ছাড়ছে না। মুখ না খুললেও গিটারের সুরে বেলা চাও-এ অনুরাগীদের মন জয় করে নিয়েছেন যশ। মানি হাইস্ট ওয়েবসিরিজেই ইতালির বিখ্যাত লোকগীতি বেলা চাও ব্যবহার করা হয়েছে। এবং প্রতিবাদের সুর হিসেবেই গানটিকে ব্যবহার করা হয়েছে।

View post on Instagram

টলিপাড়ার পাওয়ার কাপল বললেই যশ-নুসরতের নাম সবার শীর্ষে। ঘর ভাঙার গুঞ্জনের মধ্যেও সোশ্যাল মিডিয়ায় যশের সঙ্গে ভিডিও ঘিরে শিরোনামে নুসরত জাহান। সম্প্রতি নুসরত-যশের সোশ্যাল মিডিয়া পিডিএ বলছে, রিলের প্রেম নাকি রিয়েল লাইফে উঁকি মারছে অভিনেত্রীর।ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় যশ-নুসরতের ফ্যান পেজ থেকেই 'যশরত' হ্যাশট্যাগ নিয়ে শোরগোল শুরু হয়েছে। নুসরত-নিখিলের সুখী দাম্পত্যে তৃতীয় পুরুষ যশকে নিয়ে ক্ষোভ উগরে দিয়েছে সাইবারবাসী। গুঞ্জনকে পাত্তা না দিয়ে বিন্দাস মুডে রয়েছেন সাংসদ অভিনেত্রী। ঘর ভাঙার গুঞ্জনের মধ্যেও সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ সাংসদ অভিনেত্রী। অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় ফ্যানবেস ধরে রাখতে বেশ সিদ্ধহস্ত যশ।