বলিউড অভিনেতা অক্ষয় কুমার শুটিং-এর সেটে আহত রোহিতের পরিচালনায়, তার আগামি ছবি সূর্য্যবংশির-র সেটে  অক্ষয় তার বাম হাতে একটি পেশীতে আঘাত পান তারপরেও ফিজিওথেরাপিস্টের সাহায্যে শুটিং চালিয়ে যান  

বলিউড অভিনেতা অক্ষয় কুমার তাঁর আগামি ছবি সূর্য্যবংশির শুটিং-এর সেটে আহত হয়েছেন বলে জানা গেছে। অক্ষয় তার বাম হাতে একটি পেশীতে আঘাত পান। তবে তারপরেও তার ফিজিওথেরাপিস্টের সাহায্যে শুটিং চালিয়ে যান। 

View post on Instagram

অক্ষয় কুমার যে গুরুতর আহত হয়েছেন, ক্যাটরিনা কাইফের সঙ্গে ইনস্টাগ্রামে শেয়ার করা একটি ভিডিওতে তা স্পষ্ট দেখা যায়। সম্প্রতি ফিলহল নামে একটি মিউজিক ভিডিওতে তাকে প্রথমবার দেখা গিয়েছিল। অক্ষয় তার জন্য এত বেশি প্রশংসা পেয়েছিলেন যে তিনি ক্যাটরিনার সঙ্গে একটি ভিডিও শেয়ার করেছেন।ভিডিওতে গানের একটি রোমান্টিক দৃশ্যে, অক্ষয় অভিনয় করেছেন ক্যাটরিনা কাইফের সঙ্গে ।

আরও পড়ুন, তেজাব ছবির এই গানে বিখ্যাত হয়েছিলেন মাধুরী, সেই গানে নেচে ভাইরাল হলেন এই সুন্দরী

অক্ষয় কুমারের 'সূর্যবংশী'-র শুটিং-এর একটি বড় অংশেই হয়েছে হায়দ্রাবাদে । অজয় দেবগন এবং রণভীর সিংও সেখানে অংশ নিয়েছিলেন। ২০১১ সালে 'সিংহম' ছবির পরে, রোহিত শেট্টি এখন একের পর এক পুলিশ চরিত্রদের নিয়ে ছবি তৈরি করছেন। 'সিংহম রিটার্নস', 'সিম্বা' এবং এখন 'সূর্যবংশী'-র মাধ্য়মে সেই তালিকা ক্রমশ বেড়েই চলেছে।