- ভয়ঙ্কর বছর ছিল ২০২০
- দুঃস্বপ্নেও যা ভোলার নয়
- করোনার কোপে পড়ে একই পরিস্থিতি অমিতাভের
- তাই তড়িঘড়ি লঙ্কা লেবু ঝোলালেন অমিতাভ
এক ভয়ানক বছর 2020। শুরু থেকে মানুষের জীবনে ঝড় তুলে দিয়েছে এই সাল। অতিমারীর কোপে হাজার হাজার মানুষের প্রাণ হারিয়েছে। মহাবাহু পরিস্থিতিতে মানুষ ঘরবন্দী হয়েছে, না খেতে পেয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন অনেকে। ছিল না খাবার ছিল না টাকা, মিল ছিল না ওষধ এমনকি মরদেহ নিয়ে যাবার মানুষ ছিল না। এমনি ভয়ঙ্কর পরিস্থিতিতে দিন কাটাতে হয়েছে সাধারণ মানুষ থেকে সেলিব্রিটিদেরও।
আরও পড়ুন- বড়দিনে মুক্তি পাচ্ছে না কাকাবাবু, বদলে বড় পরিকল্পনা সৃজিতের
বলিউডে যেন করুনার থাবা বিশেষ করে নজরে আসে। মাঝেমধ্যে খবরের শিরোনামে উঠে আসতে একের পর এক তারকা করোনায় আক্রান্ত হওয়ার খবর। যার মধ্যে সবথেকে বেশি উদ্বেগ ছড়িয়েছিল অমিতাভ বচ্চনের পোস্ট। জয়া বচ্চন ছাড়া পরিবারের সকলেই আক্রান্ত হয়েছিল করোনায়। তাই এই বছর ভোলার নয়।
T 3752 - कृपा कृपा कृपा !! 🙏 pic.twitter.com/3Zws6QcVrQ
— Amitabh Bachchan (@SrBachchan) December 14, 2020
তবে আগামীতে কোন রিক্স নিতে নারাজ বিগ বি। তাই আগে থেকেই অসম্ভব দৃষ্টিকে সরিয়ে রাখতে লঙ্কা লেবুর ঝোলালেন তড়িঘড়ি 2021 এর গায়। সোশ্যাল মিডিয়াতে সেই ছবি পোস্ট হতেই মুহূর্তে তাদের নজর কাড়ে। আর মাত্র 14 দিন বাকি। এরপরই সুদিন নিয়ে ফিরবে 2021। কাটবে দুর্যোগের এই রাত অ্যামোনিয়া সে এখন প্রতিটা সাধারন মানুষ দিন গুনছে।
Read Exclusive COVID-19 Coronavirus News updates, from West Bengal, India and World at Asianet News Bangla.
খেলুন দ্য ভার্চুয়াল বোট রোসিং গেম এবং চ্যালেঞ্জ করুন নিজেকে। கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Dec 16, 2020, 8:54 AM IST