ঝড়ের বেগে ছড়াচ্ছে মহারাষ্ট্রে করোনা একের পর এক তারকা করোনায় আক্রান্ত হচ্ছে এবার আক্রান্ত হলেন ভূমি পেডনেকর ও ভিকি  সোশ্যাল মিডিয়ায় পোস্ট ঘিরে চাঞ্চল্য

মহারাষ্ট্রে একের পর এক তারকা করোনাতে আক্রান্ত হয়ে পড়ছে। এমনই পরিস্থিতিতে ভয়াবহ আকার ধারন করছে বলিউডের অন্দরমহল। একের পর এক তারকা করোনাতে আক্রান্ত হচ্ছেন। দ্বিতীয় ঢেউয়ে সোমবার সর্বাধির দেশে সংক্রমণ, ১ লক্ষ ছাড়ালো ২৪ ঘণ্টার আক্রান্তের সংখ্যা। এমমনই পরিস্থিতিতে ঝড়ের বেগে ছড়াচ্ছে মারণ রোগ। এবার সেই কোপে ভূমি পেডনেকর ও ভিকি কৌশল। 

আরও পড়ুন- অক্ষয়ের পরই ইউনিটের ৪৫ জন করোনা পজিটিভ, তড়িঘড়ি বন্ধ রামসেতু ছবির শ্যুট, হাসপাতালে অক্কি

View post on Instagram

একের পর এক তারকা যখন করোনার সঙ্গে লড়াই করছেন, তখনই বন্ধের মুখে একের পর এক ছবির শ্যুটিং। সদ্য করোনায় আক্রান্ত হয়েছেন অক্ষয় কুমার, পাশাপাশি আক্রান্ত হয়েছে তাঁর ছবির ইনিটের আরও ৪৫ জন আক্রান্ত হয়েছেন। এদিন সকালেই মিলল সোশ্যাল মিডিয়ায় খবর। ভিকি কৌশল করোনায় আক্রান্ত সোশ্যাল মিডিয়ায় তিনি সেই খবর শেয়ার করলেন। একইভাবে খবর জানিয়েছেন ভূমি। 

View post on Instagram

অন্যদিকে বলিউডের এই পরিস্থিতির দিকে নজর দিয়ে বৈঠক করেছেন উদ্ধব ঠাকরে। তিনি জানিয়েছিলেন, এভাবে শ্যুটিং-এর কাজ করা কঠিন। সিনেমাহলে একের পর এক সেলেব যখন করোনায় আক্রান্ত, তখনই রাশ টানার কথা জানালেন মুখ্যমন্ত্রী। স্থগীত রাখতে হবে বেশ কিছু ছবির শ্যুটিং। বেশ কিছু ছবির মুক্তি গেল পিছিয়ে।