সংক্ষিপ্ত

  • পৌনে চারটের সময় পরিবার পেল মরদেহ
  • হাসপাতাল চত্বরে রয়েছেন আলিয়া, করিনা
  • শ্মশান ঘাটে পরিস্থিতিত সামলাচ্ছেন অভিষেক
  • চন্দনবাড়িতেই হবে শেষকৃত্য

বৃহস্পতিবার সকালেই প্রয়াত হলেন বলিউডের কালজয়ী অভিনেতা ঋষি কাপুর। কাপুর পরিবার থেকে এদিন সকালে বিবৃতি দিয়ে জানানো হয় কোনও জমায়েত হবে না। সকলের আবেগকে সন্মান দিয়ে তাঁরা জানিয়ে ছিলেন মরদেহ আনা হবে না বাড়িতে। পুলিশের কাছে অনুমতি ছিল মাত্র ১৫ জনই উপস্থিত থাকতে পারবে। কিন্তু কোথায় কী। তারকারা বেড়িয়ে এলেন শেষ বিদায়ে সামিল হতে। 

 

View post on Instagram
 

 

পৌঁনে চারটে নাগাদ এইচ এন রিলায়েন্স হাসপাতাল থেকে বেড়িয়ে এল অ্যাম্বলেন্স। কাজপত্রের কাজ শেষ।, চারটের সময় মরদেহ পৌঁচ্ছে যাবে চন্দনবাড়ি। হাসপাতাল থেকে দুরত্ব দেড় কিলোমিটার। সঙ্গে রয়েছেন করিনা কাপুর, আলিয়া ভাট, সইফ আলি খান। পাশাপাশি চন্দনবাড়িতেও ব্যস্ততা তুঙ্গে। 

 

View post on Instagram
 

 

সেখানে পরিস্থিতি সামাল দিচ্ছেন অভিষেক বচ্চন। উপস্থিত রয়েছেন ঐশ্বর্য রায়। অনিল আম্বানি, আরমান জৈন আগেই পৌঁচ্ছেছেন এখানে। এখানেই পুরোহিত তাঁর কাজ করছেন। ব্যস্ত রয়েছেন রণবীর কাপুর। বৈদ্যুতিক চুল্লীতেই দাহ করা হবে ঋষি কাপুরকে।