সংক্ষিপ্ত

  • সোশ্যাল মিডিয়ায় পড়ুয়াদের পাশে থাকার বার্তা দিয়েছেন বলিউডের একাংশ
  • ইতিমধ্যেই রাজ্যের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন সমাজের বিভিন্ন মহল
  • নাগরিকত্ব নিয়ে আন্দোলন ক্রমশ বেড়েই চলেছে
  • জামিয়া মিলিয়া ইসলামিয়ার পড়ুয়াদের পাশে দাঁড়াল গোটা বলিউড

নাগরিকত্ব নিয়ে আন্দোলন ক্রমশ বেড়েই চলেছে।  সারা দেশ জুড়ে হিংসার আগুন লেগে গেছে। আর সেই ক্ষোভের আগুনে জ্বলছে গোটা দেশ।  গত কয়েকদিন ধরেই এই অশান্ত পরিবেশ চলছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। বাস, ট্রেন পুড়িয়ে দেওয়ার পাশাপাশি চলছে পুলিশদের উপর আক্রমন। যার জেরে নাজেহাল অবস্থা সাধারণ মানুষদের। ইতিমধ্যেই রাজ্যের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন সমাজের বিভিন্ন মহল। ইতিমধ্যেই এই নিয়ে সরব হয়েছেন সমাজের বিশিষ্টরা । শান্তিপূর্ণ ভাবে আন্দোলনের বার্তা দিচ্ছে সমাজের বিভিন্ন মহল। এবার জামিয়া মিলিয়া ইসলামিয়ার পড়ুয়াদের পাশে দাঁড়াল গোটা বলিউড। ঘটনার প্রতিবাদে রীতিমতো গর্জে উঠেছে গোটা দেশ। সেই প্রতিবাদে সামিল হয়েছে গোটা বলিউড। সোশ্যাল মিডিয়ায় পড়ুয়াদের পাশে থাকার বার্তা দিয়েছেন বলিউডের একাংশ।

আরও পড়ুন-আন্দোলন হিংসায় অশান্ত বাংলা, শান্তির বার্তা দেব, অপর্ণার...

স্বরা ভাস্কর জানিয়েছেন, 'জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের উপর কাঁদনে গ্যাস ছোড়া হল। পড়ুয়াদের সঙ্গে কেন অপরাধীর মতো ব্যবহার করছেন দিল্লী পুলিশ। পুরো ঘটনাটিকে লজ্জাজনক বলে মন্তব্য করেছেন স্বরা'।

Shocking messages of violence, tear gassing from #Jamia in #Delhi ! Why are students being treated like criminals? Why are hostels being tear gassed.. ??? What is going on #DelhiPolice ???? Shocking and shameful! #CABProtests

 

অনুভব সিনহা জানিয়েছেন,' এই প্রতিবাদ সাম্প্রদায়িক নয়, জাতীয়। যাখন কারোর কাছে কোনও উত্তর থাকে না, ছাত্র-ছাত্রীরা তা নিজের হাতে তুল নেয়'।

 

কঙ্কনা সেনশর্মা জানিয়েছেন,' আমরা ছাত্র-ছাত্রীদের পাশে আছি'।

 

তাপসী পান্নু জানিয়েছেন, 'জামিয়া মিলিয়ার ভিডিও দেখে শোকাহত। এটা কি তাহলে শেষের শুরু'।

 

অনুরাগ কাশ্যপ জানিয়েছেন, ' আর চুপ করে থাকা যাচ্ছে না। এ সরকার ফ্যাসিস্ট সরকার।


This has gone too far.. can’t stay silent any longer . This government is clearly fascist .. and it makes me angry to see voices that can actually make a difference stay quiet ..