২০২০ পড়তেই একের পর এক দুর্যোগ ভয়াবহ পরিস্থিতির মুখে বিশ্ব ফিল্মি কায়দায় একাধিক মিম ছড়াচ্ছে নেট-পাড়ায় ঘুর্ণিঝড়ের মুখে ট্রেন্ডে উঠে এল একাধিক ছবির সংলাপ 

ক্রমেই ভয়াবহ হয়ে উঠছে ২০২০ সালের ছবিটা। শুরু থেকেই একের পর এক দুর্ভোগের কবলে পড়ে নাজেহাল অবস্থা গোটা বিশ্বের। করোনা ভাইরাস থেকে শুরু করে একাধিক ভুমিকম্প, ভয়াবহ গূর্ণিঝড়ের সাক্ষী থেকে ইতিমধ্যেই ভারত। বলিউডের একাধিক সংলাপে এবার ভাইরাল সেই ভয়াবহ কাহিনি। ছবির বিখ্যাত সংলাপ দিয়েই তৈরি একাধিক মিম এখন ভাইরাল নেট দুনিয়ায়। কারুর নিশানাতে ঘুর্ণিঝড়, কারুর নিশানাতে আবার ২০২০। 

Scroll to load tweet…

পিকে ছবির সংলাপ তুলে ধরে মিম, আমির খানের মুখে- এই গোলাতে আমি থাকবো না। 

Scroll to load tweet…

টম ও জেরির সংঘর্ষে উঠে এল বিশ্ব ও ২০২০ সংঘর্ষ। একের পর এক বিপদ ডেকে আনছে এই বছর। 

Scroll to load tweet…

হাউসফুল ৪ ছবির সংলাপ তুলে ২০২০ সালকে প্রশ্ন, ঝুলিতে এখনও কী কী রয়েছে। 

আরও পড়ুনঃ সহ্য করব না বর্ণ বৈষম্য, জর্জের মৃত্যুর বিচার চাই, গর্জে উঠলেন মিথিলা

Scroll to load tweet…

এটা ২০২০ সাল, এই বছর সব কিছুই সম্ভব। স্ত্রী ছবির দৃশ্য তুলে ভাইরাল এই মিম। 

Scroll to load tweet…

ঘুর্ণিঝড় ছাপানোর কী কোনও যন্ত্র আছে, ফির হেরা ফেরি ছবির দৃশ্য তুলে তৈরি এই মিম। 

Scroll to load tweet…

ধার দিয়ে চলে যাও, ঘুর্ণিঝড়কে মিমের মধ্যে দিয়ে মজার বার্তা ভাইরাল। 

আরও পড়ুনঃ ম্যাগাজিনের কভারেই কেল্লাফতে, অমিতাভের মন জিতেছিলেন জয়া, কীভাবে শুরু প্রেমপর্ব

Scroll to load tweet…

এভাবেই ভয়ে ভয়ে বেঁচে থাকাই যেন মানুষের অভ্যেসে পরিণত হচ্ছে। বাস্তব লজীবনের একাধিক মোড় তুলে ধরে ভাইরাল হওয়া মিম এখন ট্রেন্ড করছে নেট পাড়ায়। ইতিমধ্যেই ভুমি স্পর্শ করেছে নিসর্গ। ১১০ থেকে ১২০ কিলোমিটার বেগে বইছে হাওয়া।