সংক্ষিপ্ত
একের পর এক ধাক্কা,তবে এ ধাক্কা যেন নেওয়ার নয়, এ যেন মৃত্যুমিছিল। বলিউডের দুঃসময় যেন আর কাটছে না। ২০২২-র শুরু থেকেই একের পর এক দু-সংবাদ বিদ্ধ করে রেখেছে বি-টাউনকে। এবার সঙ্গীতজগতে আরও এক ইন্দ্রপতন। আচমকাই সকলকে ছেড়ে চলে গেলেন বলিউডের গোল্ডেন ম্যান বাপ্পি লাহিড়ি। সঙ্গীত পরিচালক তথা গায়ক বাপ্পি লাহিড়ির গানের জাঁদুতে মুগ্ধ আসমুদ্রহিমাচল। তার গলার কন্ঠ যেন ম্যাজিকের মতো মন ভাল করতে সক্ষম। বলিউডের সেই বিখ্যাত সঙ্গীত পরিচালক বাপ্পি লাহিড়ি আর নেই। একথা যেন কোনওমতেই মেনে নিতে পারছেনা শিল্পীমহল তথা অনুরাগীরা। এ যেন মড়ক লেগেছে বলিউডে। একের পর এক স্বনামধন্য শিল্পীর মৃত্যতে শোকে কাতর বিনোদন জগত।
একের পর এক ধাক্কা,তবে এ ধাক্কা যেন নেওয়ার নয়, এ যেন মৃত্যুমিছিল। বলিউডের দুঃসময় যেন আর কাটছে না। ২০২২-র শুরু থেকেই একের পর এক দু-সংবাদ বিদ্ধ করে রেখেছে বি-টাউনকে।ভারতরত্ন লতা মঙ্গেশকরের মৃত্যুতে গোটা দেশে এখনও শোকাচ্ছন্ন। এই শোক এত তাড়াতাড়ি ভোলার নয়। সুর-সাম্রাজ্ঞীর প্রয়াণে সকলেই মর্মাহত। শোকে কাতর তাঁর পরিবার-পরিজন-অনুরাগীরা। তার মৃত্যুর দিনকয়েকের মধ্যে সকলকে ছেড়ে তারাদের দেশে পাড়ি জমিয়েছেন সন্ধ্যা মুখোপাধ্যায়। এবার সঙ্গীতজগতে আরও এক ইন্দ্রপতন। আচমকাই সকলকে ছেড়ে চলে গেলেন বলিউডের গোল্ডেন ম্যান বাপ্পি লাহিড়ি। সঙ্গীত পরিচালক তথা গায়ক বাপ্পি লাহিড়ির গানের জাঁদুতে মুগ্ধ আসমুদ্রহিমাচল। তার গলার কন্ঠ যেন ম্যাজিকের মতো মন ভাল করতে সক্ষম। বলিউডের সেই বিখ্যাত সঙ্গীত পরিচালক বাপ্পি লাহিড়ি ( Bappi Lahiri Death) আর নেই। একথা যেন কোনওমতেই মেনে নিতে পারছেনা শিল্পীমহল তথা অনুরাগীরা। এ যেন মড়ক লেগেছে বলিউডে। একের পর এক স্বনামধন্য শিল্পীর মৃত্যতে শোকে কাতর বিনোদন জগত।
সঙ্গীত পরিচালক তথা গায়ক বাপ্পি লাহিড়ির ( Bappi Lahiri Death)পরিচয় সকলেরই জানা। গায়ক হিসেবে তার পরিচিতি পুরো বিশ্ব জুড়ে তবে অভিনেতা হিসেবে বাপ্পি লাহিড়ির পরিচয় খুব একটা পরিচিত নয়। তবে জানেন কি গায়ক হওয়ার পাশাপাশি অভিনেতা হিসেবে সুখ্যাতি ছিল বাপ্পি লাহিড়ির। সিনেমাতেও অভিনয় করেছিলেন তিনি। কিশোর কুমারের কথাতেই নাকি ছবিতে অভিনয় করেছিলেন গায়ক সুরকার বাপ্পি লাহিড়ি। কিশোর কুমারকে মামাজি বলেই ডাকতেন বাপ্পি লাহিড়ি ( RIP Bappi Lahiri )। তার কথা রাখতেই নাকি ছবিতে অভিনয় করেছিলেন।
আরও পড়ুন-'প্রেমের তেমন গল্পই নেই' স্ত্রী চিত্রানীকে নিয়ে কেন এমন আক্ষেপ বাপ্পিদার
আরও পড়ুন-এক বছরে ৩৩টি ছবিতে কাজ, গিনেস বুকেও উজ্জ্বল উপস্থিতি বাপ্পি দা-র
আরও পড়ুন-বাপ্পি লাহিড়ির সংগ্রহের এই বিপুল সোনা কে পাচ্ছে, জেনে নিন
সালটা ১৯৭৪। 'বাড়তি কা নাম দাড়ি' কমেডি ছবিতেই একটি চরিত্রে অভিনয় করেছিলেন বাপ্পি লাহিড়ি। ছবির মূল গল্পই ছিল সবথেকে বড় লম্বা দাড়িওয়ালা লোকই হবে সবথেরে ধনী ব্যক্তিক সম্পত্তির উত্তরাধিকারী। এই কমেডি ঘরনার ছবিতেই অভিনয় করেছিলেন বাপ্পি। তবে খুব বেশি ছবিতে নয়, হাতে গোনা অল্প কয়েকটা ছবিতে অভিনয় করেছিলেন বলিউডের ডিস্কো কিং। নিজের ডেবিউ ছবির ঝলক নিজেই ২০২১ সালে ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন বাপ্পি লাহিড়ি ( RIP Bappi Lahiri ) । সিনেমার শুটিং-এর ছবি পোস্ট করে লিখেছিলেন, 'এই ছবিতেই অভিনেতা হিসেবে আমি ডেবিউ করি। ছবির প্রযোজনায় ছিলেন কিশোর কুমার ও অমিত কুমার। আপনারা কী এই ছবির নাম বলতে পারবেন'। এই ছবিতেই বলিউডে ডেবিউ করেছিলেন বাপ্পি লাহিড়ি ( RIP Bappi Lahiri ) । মঙ্গলবার রাতেই মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাপ্পি লাহিড়ি। মৃত্যুকালে বয়স হয়েছিল মাত্র ৬৯ বছর। গায়কের মৃত্যুতে সকলেই শোকস্তব্ধ।আশির দশকে উল্কার মতো বলিউডে তার উত্থান ছিল চোখে পড়ার মতো। একের পর এক হিন্দি ছবিতে কম্পোজ করা থেকে সুর তার গানের নেশায় বুঁদ হয়েছিল আট থেকে অষ্টাদশী। তার সেই গানের সুর এবং গান আজও দর্শকদের মণিকোঠায় উজ্জ্বল। এর আগেও করোনায় আক্রান্ত হয়েছিলেন বলিউডের জনপ্রিয় সঙ্গীত শিল্পী বাপ্পি লাহিড়ি। মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে কোভিডকে হারিয়ে সুস্থ হয়ে বাড়িও ফিরেছিলেন । তারপরও শরীর সায় দেয়নি। কী করে মৃত্যু হল বাপ্পি লাহিড়ির। চিকিৎসক দীপর নমজোশি জানিয়েছেন, অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া এবং বুকে সংক্রমণে ভুগছিলেন বাপ্পি দা। একটানা ২৯ দিন হাসপাতালে ভর্তি ছিলেন। সুস্থ হয়ে বাড়ি ফিরলেও এবার আর শেষরক্ষা হল না। বাপ্পি লাহিড়ির মৃত্যুতে সঙ্গীতজগতে শোকের ছায়া নেমে এসেছে।