সংক্ষিপ্ত

  • তৈরি হল করোনার বিরুদ্ধে লড়ার নয়া অ্যান্থেম।
  • মুস্কুরায়েগা ইন্ডিয়ায় গলা মেলালেন একাধিক বলিউড তারকা।
  • সুরে সুরে চোখে জল এল ভারতবাসীর। 

করোনার বিরুদ্ধে রুখে দাঁড়াল বলিউড। আশার আলো নিয়ে মুক্তি পেল নতুন গান মুস্কুরায়েগা ইন্ডিয়া। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দিয়ে এ গানটি শুরু হয়। তারপরই অক্ষয় কুমার, আয়ুষ্মান খুরানা, কার্তিক আরিয়ান, ভিকি কৌশল একে একে বহু অভিনেতা, অভিনেত্রীদের দেখা গেল এই অ্যান্থেমে। 

আরও পড়ুনঃহলিউডে শোকের ছায়া, করোনায় মৃত্যু স্টিভেন স্পিলবার্গের নায়িকার

আরও পড়ুনঃবিশেষ একজনকে পাশে পেয়েছেন সম্পূর্ণা, লকডাউন কাটছে সোনালি মুহূর্তে

গানটি সম্প্রতি মুক্তি পেয়েছে সোশ্যাল মিডিয়ায়। এরই মধ্যে ভাইরাল হয়ে উঠেছে ট্র্যাকটি। গানটি গেয়েছেন এবং সুর দিয়েছেন বিশাল মিশ্র। এবং লিখেছেন কৌশল কিশোর। ভারতের আজ ভয়াবহ পরিস্থিতিতে আশার আলো দেখিয়েছে গানটি। একে একে প্রত্যেক অভিনেতা-অভিনেত্রীরাই লিপ দিয়েছেন এই গানে। 

আরও পড়ুনঃবিনোদনের সেরা ১০ খবর, যা আপনাকে দেবে টলিডউ টু বলিউড আপডেট

গানটিতে দেখা গিয়েছে সিদ্ধার্থ মালহোত্রা, জ্যাকি ভাগনানি, টাইগার শ্রফ, কৃতি স্যানন, ভূমি পেদনেকর, রাজকুমার রাও, তাপসী পান্নু, কিয়ারা আডবানী, রাকুল প্রীত সিং, অনন্যা পান্ডে, রেডিও জকি মালিস্কা। এমনকি গানটিতে দেখা গিয়েছে শিখর ধাওয়ানকেও। 

আরও পড়ুনঃসাবধান, করোনা আতঙ্কের মধ্যে এই কাজ করলেই হতে পারে জেল

আরও পড়ুনঃকী করে করোনার হাত থেকে রক্ষা করবেন আপনার বাড়ির বয়স্ক সদস্যদের, রইল তারই টিপস

আরও পড়ুনঃশরীরে কীভাবে থাবা বসায় করোনা, জানালেন বিশেষজ্ঞরা