বক্স অফিসে একাই ঝড় তুলল বাঘি দোলের মরসুমে আয় বৃদ্ধির সম্ভাবনা প্রথম তিন দিনেই ৫০ কোটি সাত দিনেই একশো কোটির ক্লাবে যাওয়ার সম্ভাবনা

প্রথম সপ্তাহেই একশো কোটির ক্লাবে নাম লেখাতে পারে বাঘি থ্রি, ছবি ঘিরে দর্শকদের উত্তেজনা তুঙ্গে। কোনও বিশেষ উৎসব মানেই বক্স অফিসে মুক্তি বড় ছবি। কখনও সেই দিনে থাকে খানেদের বুকিং, কখনও আবার কাপুর কিংবা কুমার। এবার দোলের বক্স অফিস নিজের দক্ষলে রাখলেন টাইগার শ্রফ। দোলের আগেই মুক্তি পেয়েছিল বাঘি থ্রি। 

আরও পড়ুন-'রাধে'র শ্যুটিংয়ে গুরুতর আহত রণদীপ হুদা, এখন কেমন আছেন অভিনেতা

আরও পড়ুন-'হোলির প্ল্যান তো রেডি এবার পালা সুইজারল্যান্ডের,' টুইটে দোলযাত্রার শুভেচ্ছা আবিরের

Scroll to load tweet…

দিশা পাটানি, শ্রদ্ধা কাপুর, টাইগার শ্রফ অভিনীত ছবি বাঘি থ্রি প্রথম সপ্তাহতেই নজর কাড়ল দর্শদের। ছবির রিভিউ প্রথমে খুব একটা সুখকর না হলেও অ্যাকশনেই বাজিমাত করলেন টাইগার। টানা চারদিন ব্যাপি বক্স অফিসে রাজত্ব করছে এই ছবি। ছুটির মরসুমে প্রেক্ষাগৃহে মহাসমারহে চলছে কেবল একটাই ছবি। ফলে কড়া টক্করে সামিল নেই কেউ। 

আরও পড়ুন-'এরাই হল আমার জীবনের নারী', আন্তর্জাতিক নারী দিবসে শুভেচ্ছা কাজলের

Scroll to load tweet…

তিন দিনেই টাইগার নিজের দক্ষলে রাখল ৫৩ কোটি টাকা। রবিবার পর্যন্ত নিজের ঝুলিতে এই ছবি রেখেছিল ৫০ কোটির বেশি। এরপরই সোম-মঙ্গল দুদিন দোল উৎসব। সেই স ময় ছবির দক্ষলে থাকবে আরও বেশ কিছু অতিরিক্ত আয়। যার ফলে নেট দুনিয়ায় ছবি বিশ্লেষকদের অনুমান এই ছবি প্রথম সপ্তাহেই বাজিমাত করবে, একশো কোটির ক্লাবে নাম লেখাবে।