Asianet News Bangla

করোনা আতঙ্কে বাড়িবন্দি গোটা বিনোদন জগৎ, এর মধ্যেই নতুন প্রেম খুঁজে পেলেন দীপিকা পাডুকোন

  • করোনা আতঙ্কে রেশ বাড়ছে দিনে দিনে।
  • দ্রুতগতিতে ভারতে ছড়াচ্ছে করোনা ভাইরাস। 
  • এর মধ্যেই নতুন ভালবাসা খুঁজে পেলেন দীপিকা পাডুকোনে।
  • ইনস্টাগ্রামে পোস্ট করলেন ভিডিও। 
Deepika Padukone teaches to self love even in the scary situation due to Coronavirus
Author
Kolkata, First Published Mar 18, 2020, 4:30 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

মাস্ক পরে বাথরুমে হাত ধোয়ার কৌশল শিখিয়ে নিমেষে ভাইরাল করে দিয়েছেন #সেফহ্যান্ডস ট্রেন্ড। এবার নিজের নতুন ভালবাসাকে ভাইরাল করলেন দীপিকা পাডুকোন। করোনা আতঙ্কে বাড়িবন্দি গোটা বিশ্ব। ভারতেও ইতিমধ্যে বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। যার কারণে বন্ধ হয়ে গিয়েছে অফিস সহ বিনোদন জগতের সমস্ত কাজ। এরই মাঝে রণবীর সিংকে ভুলে নয়া প্রেমে মজেছেন দীপিকা।

আরও পড়ুনঃমহামারী থেকে বাঁচতে বাড়িতে থাকুন, ইনস্টা পোস্টে অনুরোধ টলি নায়িকাদের

আরও পড়ুনঃকরোনা আতঙ্কে বলিউড, সেলফ আইসোলেশনে বিগ বি

ইনস্টাগ্রাম স্টোরিতে ইনস্ট্যান্ট ফেস লিফ্টার ব্যবহার করতে দেখা গেল তাঁকে। #লেফলাভ #সেলফকেয়ার হ্যাশট্যাগ দিয়ে বুমেব়্যাং ভিডিও পোস্ট করেছেন নায়িকা। সেখানে এই লিফ্টার ব্যবহার করে নিজের স্কিনকেয়ারের বিষয় লিখেছেন। দীপিকার মতই অন্যান্য সেলেব্রিটিরাও বাড়িতে থাকাকালীন নিজেদের নানা কাজের যাবতীয় তথ্য দিয়ে চলেছেন সোশ্যাল মিডিয়ায়।

আরও পড়ুনঃকরোনার জেরে বক্স অফিসে ধস, আনুমানিক ৮০০ কোটি টাকা ক্ষতির মুখে বলিউ

দীপিকার হাত ধোয়ার ভিডিওর পর এই সেলফ লাভের ভিডিও রীতিমত ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। তাঁর হাত পরিষ্কার পদ্ধতি ইতিমধ্যেই সাহায্য করেছে তাঁর বহু ভক্তদের। নেটিজেনদের কথায়, সেলেব্রিটিরা যেহেতু অসংখ্য ছেলে মেয়েদের অনুপ্রেরণা জোগান, তাই তাঁদের করোনাভাইরাস সম্বন্ধে এমন পদক্ষেপ সমাজকে সাহায্য করবে। এই হাত ধোয়ার চ্যালেঞ্জের কারণে সোশ্যাল মিডিয়ায় বহু সাধারণ মানুষরা পরিষ্কার-পরিচ্ছনন্তা বজায় রাখার চেষ্টা করবে।

Follow Us:
Download App:
  • android
  • ios