সংক্ষিপ্ত
- লকডাউনের মধ্যে আহত দীপিকা।
- বাড়ির কাজ করতে গিয়ে চোট পেলেন অভিনেত্রী।
- দীপিকার আচরণে ক্ষুব্ধ রণবীর।
লকডাউনে সময় কাটছে না কারোরই। তবুও নিত্য নতুন আইডিয়া নিয়ে সময় কাটানোর পন্থা বের করেছেন দীপিকা ও রণবীর। কখনও রান্না করছেন তো কখনও ওয়ার্ক আউট করছেন। সেসব ভিডিও পোস্ট করে প্রশংসা কুড়োচ্ছেন সেলেব দম্পতি। বিনোদনের ডেইলি ডোজ ছাড়াও বাড়ির কাজেও মন দিয়েছেন দীপিকা। আর সেখানেই হল বিপত্তি।
আরও পড়ুনঃ'১০০ টাকার ক্ষমতা কত জানেন', করোনা মোকাবিলায় কেন্দ্রের পাশে থাকার আর্জি আশার
আরও পড়ুনঃমাঝে মধ্যেই মাথা ঘুরে পড়ে যেতেন শ্রীদেবী, রক্তচাপ কমই কী তবে মৃত্যুর কারণ
বাড়ি পরিষ্কার করতে গিয়ে কোমড়ে চোট পেয়েছেন দীপিকা। সম্প্রতি এক সাক্ষাৎকারে তেমনটাই জানালেন অভিনেত্রী। চোট পেতেই রণবীর তাঁকে বিশ্রাম নিতে বলেন। দীপিকার কোমড়ের চোট কীভাবে ঠিক করা যায়, তার জন্য তাঁদের বাড়ির নিচে জিমে গিয়েছিলেন ঔষুধ খুঁজতে। সেই ফাঁকে দীপিকা নিজের জায়গা থেকে উঠে তাক পরিষ্কার করতে শউরু করে দেন। ফিরে এসে রণবীর, দীপিকাকে এই অবস্থাতে দেখে আরও রেগে যান।
আরও পড়ুনঃবয়ফ্রেন্ডের সঙ্গে শরীরী খেলায় মেতেছেন মিয়া, নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ল ভিডিও
দীপিকা জানান, তিনি সর্বক্ষণ কিছু না কিছু করতে থাকেন। কখনই এক জায়গা বসে থাকতে পারেন না। নিজের কোমড়ের চোট তেমন গুরুতর না ভেবে ফের কাজ করতে শুরু করে দেন। যা দেখে রণবীর আরও বেশি রেগে যান। রণবীর খানিক রেগেই বলে ফেলেন, যে কেন দীপিকা এক জায়গায় শান্ত হয়ে বসতে পারেন না। সাক্ষাৎকারে এ কথা বলতে বলতে হেসে ফেলেন দীপিকা।
আরও পড়ুনঃকী করে করোনার হাত থেকে রক্ষা করবেন আপনার বাড়ির বয়স্ক সদস্যদের, রইল তারই টিপস
আরও পড়ুনঃসাবধান, করোনা আতঙ্কের মধ্যে এই কাজ করলেই হতে পারে জেল