সংক্ষিপ্ত
- কৃষকদের পাশে দাঁড়ালেন দিলজিৎ
- শীতের মরশুমে প্রতিবাদে সামিল
- রাস্তায় বসে থাকা কৃষকদের জন্য দান
- কেনা হবে শীতের হাত থেকে বাঁচার পোশাক
নয়া কৃষক বিল নিয়ে এখন উত্তাল রাজধানী। তা প্রত্যাহার করে নেওয়ার দাবিতে পথে নেমে প্রতিবাদে সামিল হয়েছেন হাজার হাজার কৃষক। শীতের সময় তাঁদের সুরক্ষা ও স্বাস্থ্যের কথা ভেবে এবার সেই কৃষকদের পাশে এসে দাঁড়ালেন দিলজিৎ। শীতের পোশাক কেনার জন্য দিলেন এক কোটি টাকা। মুহূর্তে এই খবর ছড়িয়ে পড়ল নেট দুনিয়ায়।
দিলজিৎ-এর এই মানবিক দিকের কথা উল্লেখ করে পোস্টে ভরতে থাকে সোশ্যা মিডিয়ার পাতা। একের পর এক নেটিজেনরা এই নিয়ে প্রশংসা মাতলেও এই বিষয় মুখ খোলেননি দিলজিৎ। কৃষকদের এই আন্দোলনে যে তিনি পাশে রয়েছেন সেই ছবি ইতিমধ্যেই ধরা পড়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়। মুহূর্তে তা ভাইরাল হয়ে উঠে নেটমহলে।
প্রথম দিন থেকে কৃষকদের প্রতিবাদে সামিল দিলজিৎ। যা একাধিকবার সকলের চোখে পড়েছে। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় কঙ্গনার পোস্টও হয়ে উঠেছিল ভাইরাল। যা থেকে দিলজিৎতের পেজে লাইকের সংখ্যাও রাতারাতি বেড়ে গিয়েছিল। এই নিয়ে মুখ খুলে শনিবার দিলজিৎ জানিয়েছিলেন যে তিনি এখানে কেবল মাত্র শুনতে আসেন, কিছু বলতে না। হরিয়ানা পাঞ্জাল থেকে আসা কৃষকদের প্রতি ধন্যবাদও জানাতে ভোলেননি তিনি।