সংক্ষিপ্ত

  • কৃষক আন্দলনের পাশে বরাবরই সক্রিয় দিলজিৎ 
  • কৃষকদের খাতে দান করেছেন এক কোটি টাকাও
  • সেই টাকার অঙ্ক ঘিরেই বিপত্তি 
  • এবার সোশ্যাল মিডিয়ায় মুখ খুললেন দিলজিৎ

প্রথম থেকেই কৃষক আন্দোলনের পাশে থেকে সকলের নজর কেড়েছেন দিলজিৎ। কখনও কৃষকদের মাঝে বসে শুনেছেন ভাষণ, কখনও আবার তাদের সাহায্যের জন্য বাড়িয়ে দিয়েছেন হাত। তবে এক দুটাকা নয়। এক ধাক্কায় এক কোটি টাকা। কৃষকদের দেওয়াই ঘটে বিপত্তি। প্রশ্নের মুখে পড়তে হয় দিলজিৎকে। কোথা থেকে এলো এত টাকা! তবে কী কোনও রাজনৈতিক দলের সংযোগ রয়েছে! 

আরও পড়ুন- লন্ডন থেকে কলকাতার বুকে বনিতা, শুটিংয়ে এসে করোনায় আক্রান্ত

এখানেই শেষ নয়, খবর প্রকাশ্যে আতসে, এই টাকা দেওয়ার পর থেকেই আয়কর দফতর হাত ধুয়ে তাঁর পেছনে পড়েছে। ক্ষতিয়ে দেখা হচ্ছে তাঁর আয়ের উৎস। এই সব খবর ছড়িয়ে পড়ার পরই মুখ খুললেন দিলজিৎ। সোশ্যাল মিডিয়ায় আয়কর দফতরের সার্টিফিকেট শেয়ার করে জানালেন, এই ধরনের খবর ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত না করে সমস্যায় তাঁদের পাশে থাকার চেষ্টা করুন। 

 

 

এবার সেই দিকেই নজর দিয়ে সোশ্যাল মিডিয়ায় উঠল দিলজিৎ ঝড়। মঙ্গলবার ট্রেন্ড করতে শুরু করে দিলজিৎ। তিনি লেখেন, কোনও রকমের উষ্কানিমুলক কথা তিনি কারুর উদ্দেশ্যে বলেননি। বা প্ররচনাও যোগাননি। যেটা ঠিক তার পক্ষেই তিনি দাঁড়িয়েছে। এই গায়ক বর্তমানে বেশ কিছু ছবির কাজ নিয়ে ব্যস্ত। তারই মাঝে ভাইরাল হয়ে উঠলেন একাধিক বিতর্কের জেরে।