Asianet News BanglaAsianet News Bangla

গুরুতর অসুস্থ দৃশ্যম পরিচালক, হাসপাতালে ভর্তি নিশিকান্ত কামাত

  • অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি নিশিকান্ত কামাত
  • গুরুতর অসুস্থ হয়ে পড়েন মঙ্গলবার 
  • দৃশ্যম পরিচালকের দ্রুত আরোগ্য কামনা
  • হাতে রয়েছে বেশ কয়েকটি ছবির কাজ 
director nishikant kamat hospitalized BJC
Author
Kolkata, First Published Aug 12, 2020, 12:35 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

একের পর এক দুঃসংবাদ ২০২০-র ঝুলিতে। মিলছে না স্বস্তি। গোটা দেশ জুড়ে যেমন নেমে এসেছে করোনার ছায়া, তেমনই বলিউডে একের পর এক তারকার অসুস্থতার খবর চিন্তা বাড়িয়েছে ভক্তদের মনে। ইতিমধ্যেই একাধিক তারকার প্রয়াণের খবরে শোকের ছায়া নেমে এসেছে বি-টাউনে। তারই মাঝে আবার অসুস্থ হয়ে হাসপাতালে কাটালো বচ্চন পরিবার, ক্যান্সারে আক্রান্ত হয়ে বিদেশে পাড়ি দিলেন সঞ্জয় দত্ত। একই দিনে মিলল পরিচালক নিশিকান্ত কামাতের অসুস্থতার খবরও। 

আরও পড়ুনঃ লাইকের চারগুণ ডিসলাইক, কোণ ঠাঁসা আলিয়া-মহেশ, কোপের মুখে সড়ক ২ ট্রেলার.

গুরুতর অসুস্থ অবস্থায় মঙ্গলবার দৃশ্যম পরিচালক নিশিকান্তকে হাসপাতালে ভর্তি করা হয়। লিভারের সমস্যায় ভুগছিলেন তিনি বেশ কিছুদিন ধরে। লিভারের সিরোসিসের সমস্যায় ভুগছিলেন তিনি। মঙ্গলবার স্বাস্থ্যের অবনতি ঘটায় তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যায় পরিবারের সদস্যরা। বর্তমানে সেখানেই চিকিৎসারত পরিচালক। দৃশ্যম ছবি দিয়েই বলিউডে তিনি সাফল্যতা অর্জন করেছিলেন। যদিও এর আগে বেশ কয়েকটি বলিউড ছবি তৈরি করেছলেন তিনি। 

আরও পড়ুনঃ সঞ্জয় দত্তকে বার্তা ক্যান্সার জয়ী যুবরাজের,'এই যন্ত্রণা আমি বুঝি,তুমি একজন যোদ্ধা,তুমি পারবেই'

দক্ষিণী ছবিতে পরিচালকের কাজ করা শুরু করার পরই পরিচালক নিজের এক বিশেষ পরিচিতি তৈরি করেছিলেন। প্রথম দোম্বিভালি ফাস্ট ছবি দিয়েই তাঁর পরিচালনাতে অভিষেক ঘটে। এরপর বেশ কিছু ছবিতে পার্শ্বচরিত্রেও অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে। বর্তমানে বেশকয়েকটি ছবির কাজ নিয়ে কথা চলছিল। তারই মাঝ অসুস্থ হয়ে পড়লেন নিশিকান্ত কামাত। তাঁর দ্রুত আরোগ্য কামনতে ভক্ত। 

Follow Us:
Download App:
  • android
  • ios