সংক্ষিপ্ত
- ট্রাম্পের ভারত সফরে বিপুল আয়োজন
- শুরু হল মোতেরা স্টেডিয়ামে অনুষ্ঠান
- স্বাগত জানালেন প্রধানমন্ত্রী
- ট্রাম্পের বক্তৃতায় উঠে এল বলিউড প্রসঙ্গ
নমস্তে ট্রাম্প ইভেন্টে শুরু মোতেরা স্টেডিয়ামে। সেখানেই জনসমুদ্রের মাঝে মার্কিন প্রেসিডেন্ট ও তাঁর পরিবারকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী। শুরু হল নমস্তে ট্রাম্পের অনুষ্ঠান। শুরুতেই প্রধানমন্ত্রীর বক্তৃতাতে উঠে এল ভারত-আমেরিকা সম্পর্কের কথা। উঠে এল হাউডি মোদি সফরের ইতিহাসও। সকলকে স্বাগত জানিয়ে দীর্ঘ সুসম্পর্কের কথা বলে নিজের বক্তব্য শেষ করলেন এদিন নরেন্দ্র মোদী।
আরও পড়ুন-সকালে 'বাহুবলি' এখন 'খিলজি', ভারত সফরের আগে নয়া চমক ট্রাম্পের
আরও পড়ুন-ফের বির্তকের শিরোনামে মিকা সিং, ম্যানেজারের আত্মহত্যায় কাঠগড়ায় গায়ক
এরপরই মঞ্চে উঠে আসেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল ট্রাম্প। ভারতের প্রশংসায় পঞ্চমুখ ট্রাম্পের বক্তৃতা থেকে বাদ পড়ল না বলিউড। এদিন প্রকাশ্যেই তিনি জানালেন- মানুষ বলিউডের ছবি দেখতে ভালোবাসেন। নাচ, গান, মেলোড্রামা, সকলেই উপভোগ করেন। দিলওয়ালে দুলহেনিয়া নে জায়েঙ্গের মত ক্লাসিক ছবি রয়েছে বলিউডে। এখানেই শেষ নয়। এদিন তিনি ক্রিকেট জগতের তেন্ডুলকর ও কোহলির কথাও উল্লেখ করেন।
আরও পড়ুন-ফের বির্তকের শিরোনামে মিকা সিং, ম্যানেজারের আত্মহত্যায় কাঠগড়ায় গায়ক
এদিন বক্তৃতা শেষে ট্রাম্প জানান, আমরা ভারতকে ভালোবাসি। তাঁর ভাষণে এদিন উঠে আসে বিবেকানন্দ, সর্দার বল্লবভাই পাটেলের কথা। অসংখ্য ধন্যবাদ জানান ট্রাম্প প্রধানমন্ত্রীকে। পাশাপাশি নরেন্দ্রমোদীর স্বাগত জানানোর প্রয়াসকেও সাধুবাদ জানান ট্রাম্প। দুই দেশের মধ্যে সম্পর্কে দিনে দিনে পোক্ত হতে দেখেছেন নরেন্দ্রমোদী। নিজের শেষ ভাষণে সেই প্রসঙ্গই তুলে ধরলেন প্রধানমন্ত্রী।