রবিবার সকাল থেকেই টেন দুনিয়ায় ছবি পোস্ট ফাদার্স ডে তে শুভেচ্ছাতে ভাসল বলিউড শেয়ার করলেন তারকারা একাধিক ছবি মুহূর্তে তা ছড়িয়ে পড়ল নেট দুনিয়ায়

রবিরার ফাদার্স ডে। এদিন সকাল থেকেই নেট দুনিয়ায় ট্রেন্ড করছে ফাদার্স ডে-র শুভেচ্ছা। প্রত্যেকের মত এই বিশেষ দিনে বাবাকে শুভেচ্ছা জানাতে সামিন হলেন বলিউড তারকারাও। এই বিশেষ দিনে তারকাদের স্মৃতির পাতায় উঠে এলো কখনও বাবার প্রতি ভালোবাসা, কখনও আবার উঠে এলো বাবাকে ঘিরে আবেগঘন পোস্ট। জীবনে তাঁর ভুমিকাটা কতটা প্রয়োজন ছিল, তা জাহির করা নয়, কেবলই শ্রদ্ধা জানাতেই নেট দুনিয়ায় আজ ট্রেন্ড হ্যাপি ফাদার্স ডে। 

আরও পড়ুনঃ 'সলমন না থাকলে আমরা ভেসে যেতাম', ভাইজানের প্রশংসায় পঞ্চমুখ বি এন তিওয়ারি

Scroll to load tweet…

বাবা বীরু দেবগণকে সুভেচ্ছা জানালেন এক পুরোনো ফ্রেম শেয়ার করলেন অজয় দেবগণ। লিখলেন- যাঁদের আমরা ভালোবাসি তাঁদের কখনও হারিয়ে যেতে দিই না। তাঁরা সবসময় আমাদের পাশে থাকেন। 

View post on Instagram

সদ্য বাবাকে হারিয়েছেন ঋদ্বিমা কাপুর। তিনি এদিন ঋষিকাপুরের সঙ্গে তোলা ছবি শেয়ার করে ফাদার্জাস ডে-র শুভেচ্ছা জানালেন। 

View post on Instagram

ছেলে মেয়েকে নিয়ে ছবি পোস্ট করলেন রাজ কুন্দন। লিখলেন, শিল্পার জন্যই তিনি আজ এক সাধারণ বাবার ভূমিকাতে এত ভালো, গল্প বলা, মজা করা সব কিছুই এখন তাঁর ছোট্ট জগত ঘিরে। 

https://bangla.asianetnews.com/bollywood/fathers-day-special-wish-of-bollywood-jc-qc9dxw

ফাদার্স ডে-তে বাবার ছবি শেয়ার করলেন মাধুরী দীক্ষিত। শুভেচ্ছা জানিয়ে লিখলেন আটা আর পাঁচটা দিনের মতই একটা, যখন আমি তোমার অভাব অনুভব করি বাবা...।