- একাধিক ছবির কাজ নিয়ে ব্যস্ততা তুঙ্গে
- ধক্কর ছবির শুটিং সেটে এবার ভাইরাল কঙ্গনা
- শেয়ার করলেন সেট থেকে একটি ভিডিও
- মুহূর্তে তা হয়ে উঠল ভাইরাল
গত এক বছর ধরে বারেবারে খবরের শিরোনামে উঠে এসেছে বলিউড কুইন' কঙ্গনা রানাওয়াত এর নাম। একের পর এক ছবিতে ঝড় তুলেছেন তিনি বি-টাউনের। কখোনই জড়িয়ে পড়ছেন তিনি বিতর্কের তুঙ্গে, কখনো আবার তিনি জড়িয়ে পড়ছেন রাজনীতির জাঁতাকলে। এরই মাঝে কেরিয়ারের মূলস্রোত বলিউড কে উপেক্ষা করতে নারাজ কঙ্গনা। তারই প্রস্তুতি এখন তুঙ্গে।
আরও পড়ুন- একাধিক শর্ত ভাঙ্গা হয়েছে, যথা সময় মিলেনি টাকা, প্রতারণা নিয়ে মুখ খুললেন সানি
সিলেবদের মধ্যে কঙ্গনা এক কথায় যেন আইসোলেটেড। প্রযোজনা ও পরিচালনা থেকে শুরু করে অভিনয়, কানায় কানায় নিজেকে উজাড় করে দিতে প্রস্তুত কঙ্গনা। সদ্য শেষ হয়েছে ছবির কাজ থালাইভির। তারপর বিন্দুমাত্র সময় নষ্ট না করে হাত দিলেন ধক্কর ছবিতে। সেই ছবির শুটিং এখন চলছে পুরোদমে।
Never saw a director who gives so much time and importance to rehearsals, one of the biggest action sequences will be shot from tomorrow night but amazed with the amount of prep, getting to learn so much, more than 25 crores being spent on a single action sequence #Dhaakad pic.twitter.com/zbU70VOT4b
— Kangana Ranaut (@KanganaTeam) February 5, 2021
তারই এক ঝলক সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন এবার কঙ্গনা রানাওয়াত। সেখানেই দেখা গেল একটি সিক্যুয়েন্সের শ্যুট হচ্ছে। যেখানে দেখা গেল এক অ্যাকশন এর মাঝে কঙ্গনা ও এক ফাইটার করে টক্করে শামিল। ক্রেনে করে আঁচড়ে পড়লেন কঙ্গনা। এই ভিডিও শেয়ার হতেই তা মুহূর্তে নজর কাড়ে ভক্তদের। শুটিং সেটে ঠিক কতটা পরিশ্রমী কঙ্গনা তার ঝলক মিলেছে বারে বারে। এই ভিডিও স্পষ্ট সেই ইঙ্গিত দেয়।
Read Exclusive COVID-19 Coronavirus News updates, from West Bengal, India and World at Asianet News Bangla.
খেলুন দ্য ভার্চুয়াল বোট রোসিং গেম এবং চ্যালেঞ্জ করুন নিজেকে। கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Feb 9, 2021, 9:56 AM IST