- নিজে হাতে সাজিয়ে নিয়েছেন করিনা বাড়ির ছবি
- সোশ্যাল মিডিয়া পোস্টে শেয়ার করলেন ছবি
- রয়্যাল লুকেই ধরা দিন নয়া ভিলা
- এক ঝলকেই ধরা পড়ল পাতৌদি ফ্লেভার
পরিবারের নতুন সদস্য আসার আগেই নতুন বাড়িতে শিফট করতে চলেছেন কারিনা কাপুর। তাই কয়েক মাস ধরে মনের মত করে সাজিয়ে নিচ্ছেন কারিনার বাড়ি। এর মধ্যে একাধিক ছবি হয়ে উঠেছে ভাইরাল। কয়েকদিন আগেই সামনে এসেছিল ডিজাইনারের সঙ্গে কথা বলছেন করিনা। মনের মত করে সাজিয়ে তুলেছেন নতুন বাড়ি। এবার সেই বাড়িতেই প্রবেশের পালা।
আরও পড়ুন-গুঞ্জনকে তুড়ি, এবার 'মাচা'-তে আরও কাছাকাছি যশ-নুসরত, 'নোংরামি' বলে কটাক্ষ সাইবারবাসীর
সেই বাড়িটি এবার প্রবেশের পালা। শোয়ার ঘর সামনে থেকে দেখা যাচ্ছে বারান্দা। রাখা রয়েছে টি টেবিল। রয়েল স্টাইলেই তৈরি করা হয়েছে বাড়ি। যার ঝলকে পতৌদি পরিবারের আরকিটেকই ধরা পড়ে। সাদাকালো ব্লক মারবেল, দেওয়ালে পরপর সাজানো ছোট-বড় নানা ফ্রেম। পালঙ্কের আকারে খাটও নজরে পড়ল সকলের। পাতৌদি ভিলা কায়দাতেই সেজে উঠেছে নবাব পুত্রের নতুন বাড়ি।
সোশ্যাল মিডিয়ায় সেই ঘরের ছবি শেয়ার করেন কারিনা লিখলেন নতুন দরজায় প্রবেশ। এই বাড়িতে রয়েছে তৈমুরের জন্য একটি আলাদা ঘর। রয়েছে নতুন সদস্যের জন্য একটি রুম। কারিনা-সাইফের বসার ঘর থেকে শুরু করে ডাইনিং রুম ড্রয়িং রুম সাজিয়েছে নিজের হাতে করিনা। আর সেই স্বপ্নপুরী দরজা এবার প্রস্তুত স্বাগত জানাতে।
Read Exclusive COVID-19 Coronavirus News updates, from West Bengal, India and World at Asianet News Bangla.
খেলুন দ্য ভার্চুয়াল বোট রোসিং গেম এবং চ্যালেঞ্জ করুন নিজেকে। கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Jan 18, 2021, 11:25 AM IST