- করোনার থাবা বলিউডে
- করোনায় আক্রান্ত হলেন কার্তিক আরিয়ান
- সোশ্যাল মিডিয়ায় জানালেন খবর
- ঝড়ের বেগে ভাইরাল অভিনেতার স্বাস্থ্যের খবর
২০২০ সালে ভয়ানক ক্ষতির মুখ দেখেছে বলিউড। বছরের শেষে স্বাভাবিক হওয়ার পর থেকেই ক্রমেই কাজে নেমেছে একে একে বলিউড সেলেবরা। হাতে জমে থাকা কাজ তড়িঘড়ি শেষ করার উদ্দেশ্যে নিয়েছে জীবনের ঝুঁকি। একাধিক সতর্কতা মেনেই চলছে শ্যুটিং। তবে তারই মাঝে একের পর এক ছবির কাজ শেষ করা নিয়ে বেজায় ব্যস্ত সেলেব মহল। বাড়ছে তাতে ঝুঁকি। বছর ঘুরতেই হু-হু করে বাড়ছে করোনা সংক্রমণের সংখ্যা।
আরও পড়ুন- বিশেষ দিনে সোশ্যাল মিডিয়ায় জল নিয়ে ভয়ানক তথ্য শেয়ার দিয়ার, কী হতে চলেছে ২০৪০ সালে
সেই তালিকাতে নিত্য একের পর এক বলিউড সেলেবের নাম যুক্ত হতে দেখা যাচ্ছে। সেই তালিকায় এবার নাম লেখালেন কার্তিক আরিয়ান। সোশ্যাল মিডিয়ায় করোনায় আক্রান্ত হওয়ার খবর শেয়ার করতেই তা ভক্তদের নজর কাড়ে। কার্তিক একটি প্লাস চিহ্ন দিয়ে লেখেন, পজিটিভ হয়ে গেলাম, প্রার্থণা করুন। বর্তমানে একের পর এক ছবির কাজ নিয়ে ব্যস্ত কার্তিক।
Positive ho gaya 🤦🏻♂️
— Kartik Aaryan (@TheAaryanKartik) March 22, 2021
Dua karo 🙏🏻 pic.twitter.com/KULStQnkA2
তারই মাঝে করোনায় আক্রান্ত হয়ে পড়ার খবর সকলের নজরে আসে। মুহূর্তে ছড়ায় উদ্বেগ। তবে হোম কোয়ারেন্টাইনেই রয়েছেন কার্তিক। গত এক মাসে একাধিক বলিউড সেলেবের করোনায় আক্রান্ত হওয়ার খবর এসেছে সামনে। বর্তমানে তিনি ভুলভুলাইয়া ২ ছবির শ্যুটিং নিয়ে এখন ব্যস্ত রয়েছেন কার্তিক। সেই কাজ থেকেই খানিক বিরতি। সুস্থ হয়েই আবারও সেটে ফিরবেন অভিনেতা।
Last Updated Mar 22, 2021, 5:54 PM IST