- প্রয়াত ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের কিংবদন্তী শিল্পী উস্তাদ গুলাম মুস্তাফা খান
- মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৯
- মৃণাল সেনের 'ভুবন সোম'-এ নিজের সুরের জাদুতে মুগ্ধ করেছিলেন সঙ্গীতপ্রেমীদের
- পুত্রবধূ নম্রতা সোশ্যাল মিডিয়ায় কিংবদন্তীর শিল্পীর মৃত্যুর খবর প্রকাশ্যে আনেন
আর ছিল মাত্র দু'মাস। তারপরই ৯০ তম জন্মদিনে পা দেওয়ার কথা ছিল তাঁর। তার আগেই প্রয়াত হলেন ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের কিংবদন্তী শিল্পী উস্তাদ গুলাম মুস্তাফা খান। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৯। জানা যাচ্ছে, রবিবার নিজের বাড়িতেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। বার্ধক্যজনিত সামান্য সমস্যা ছিল ঠিকই। তবে কখনই তা গুরুতর ছিল না। এর কিছু সময় পরই প্রয়াত হন তিনি।
Mujhe abhi abhi ye dukhad khabar mili hai ki mahan shastriya gayak Ustad Ghulam Mustafa Khan Saheb is duniya mein nahi rahe. Ye sunke mujhe bahut dukh hua. Wo gayak to acche the hee par insaaan bhi bahut acche the. pic.twitter.com/l6NImKQ4J9
— Lata Mangeshkar (@mangeshkarlata) January 17, 2021
পুত্রবধূ নম্রতা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে খবরটি প্রকাশ্যে আনেন। ফেসবুকে স্টেটাসে তিনি লেখেন, "অত্যন্ত দুঃখের সহিত জানাতে হচ্ছে দেশের কিংবদন্তী সঙ্গীতশিল্পী পদ্মবিভূষণ উস্তাদ গুলাম মুস্তাফা খান সাহেব রবিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আমারা সকলে শোকস্তব্ধ।" এই পোস্টের পর থেকে সঙ্গীতজগতে শোকের ছায়া। লতা মঙ্গেশকর টুইটারে দুঃখপ্রকাশ করে জানিয়েছেন, "আমি এই মাত্র এই দুঃসংবাদ পেলাম। মহান শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী উস্তাদ গুলাম মুস্তাফা খান আর আমাদের মধ্যে নেই। উনি কেবল গায়ক হিসেবেই নয়, মানুষ হিসেবেও অসামান্য ছিলেন।"
Very saddened to know about the passing away of Ustad Ghulam Mustafa Khan. He was one of the most respected and versatile Vocalists of our country. His musical legacy lives on forever! My deepest condolences to his family. May his soul Rest In Peace 🙏🙏
— Amjad Ali Khan (@AAKSarod) January 17, 2021
এআর রহমানও শোকপ্রকাশ করেছেন টুইটারে। উস্তাদ আমজাদ আলি খান টুইটে দুঃখপ্রকাশ করে লিখেছেন, "উস্তাদ গুলাম মুস্তাফা খানের প্রয়াণে আমি শকাহত। দেশের অন্যতম শ্রদ্ধেয় ও বৈচত্রময় শিল্পী। ওনার সঙ্গীতের যাত্রা চিরকালের জন্য অমর হয়ে থাকবে। ওনার পরিবারের প্রতি আণার সমবেদনা রইল। ওনার আত্মার শান্তি কামনা করি।" মান্না দে, গীতা দত্ত, ওয়াহিদা রেহমান, আশা ভোঁসলে, হরিহরণ, সোনু নিগম, রশিদ খান, শান, তাঁর থেকে গানের তালিম নিয়েছিলেন।
The sweetest teacher of all ..May the Ghafoor-ur-Rahim give you a special place in the next world 🌹🌺🌻🌼🌷#UstadGhulamMustafa 🇮🇳 https://t.co/dx9Lhc2cXB
— A.R.Rahman (@arrahman) January 17, 2021
Read Exclusive COVID-19 Coronavirus News updates, from West Bengal, India and World at Asianet News Bangla.
খেলুন দ্য ভার্চুয়াল বোট রোসিং গেম এবং চ্যালেঞ্জ করুন নিজেকে। கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Jan 17, 2021, 6:35 PM IST