একের পর এক সেলেব পরিবারে থাবা বসাচ্ছে করোনা হৃতিক রোশনের প্রাক্তন স্ত্রী সুজান খানের বোন ফারহা খান আলির এক কর্মী করোনায় আক্রান্ত হয়েছেন সুজানের বোন ফারহা খান আলি নিজেই ট্যুইটে সেকথা জানিয়েছেন করোনা রিপোর্ট পজিটিভ আসার পর থেকেই তাকে আইসোলেশনে পাঠানো হয়েছে
আরও পড়ুন-'কঠিন পরিস্থিতিতে ডিপ্রেশনে মরেই যেতাম', লকডাউনে মুখ খুললেন অভিনেত্রী শামা...
বলিউড অভিনেতা সঞ্জয় খানের ছোট মেয়ে ফারহা খান আলি নিজেই ট্যুইটে সেকথা জানিয়েছেন। বৃহন্মুবই পুরসভার পক্ষ থেকে সমস্ত রকমের ব্যবস্থা করা হয়েছে বলে তিনি জানিয়েছেন। এর পাশাপাশি মুম্বইয়ের চিকিৎসকদেরও প্রশংসা করেছেন ফারহা।
Scroll to load tweet…
ফারহা আরও জানিয়েছেন, চিকিৎসকরা যেভাবে তার পরিবারের পাশে এসে দাঁড়িয়েছেন এবং ওই কর্মীর খেয়াল রাখছেন তা সত্যিই প্রশংসনীয়। খুব দ্রুত ওই ব্যক্তিই সুস্থ হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে। সুজানও এই মুহূর্তে পরিবারের পাশেই রয়েছেন। উল্লেখ্য হৃত্বিক-সুজানের বিয়ের সময়েই ডিজে আকিলের সঙ্গে গাটছড়া বাঁধেন ফারহা।
Scroll to load tweet…
