ছেলের মতই নেচে মাত করলেন পিঙ্কি রোশন ছেলে হৃত্বিকের সিনেমার হিট গানে নাচলেন ইনস্টাগ্রামে ভিডিও দিতেই তা হল ভাইরাল আগে নিজের ফিটনেস ভিডিও পোস্ট করেও আলোচনায় আসেন 

হৃত্বিক রোশনকে নাচে চ্যালেঞ্জ জানাতে পারেন বলিউডে এমন তারকার সংখ্যা খুব কম। রাকেশ রোশনের পায়ের ছন্দ মাতিয়ে দেয় আসমুদ্র হিমাচলকে। তবে নাচের এই গুণ কোত্থেকে পেলেন বলিউড সুপারস্টার, তার পর্দা ফাঁস হল এতদিনে। নিজের নাচের ভিডিও সম্প্রতি ইনস্টাগ্রামে শেয়ার করে নেট দুনিয়াকে তাক লাগিয়ে দিলেন পিঙ্কি রোশন।

আরও পড়ুন: নিজের ১১ বছরের সৎ মেয়েকে ধর্ষণ, ২৫ বছরের কারাদণ্ড নিকি মিনাজের ভাইয়ের

আরও পড়ুন: নির্ভয়াকাণ্ডের ছায়া নাগপুরে, ধর্ষণ করে গোপনাঙ্গে ঢোকানো হল লোহার রড

মেয়ে সুনয়নার জন্মদিন উপলক্ষে একটি ঘরোয়া অনুষ্ঠানের আয়োজন করেছিল রোশন পরিবার। আর সেখানেই মন খুলে নাচতে 
দেখা গেল রাকেশ রোশনের ঘরণীকে। ছেলের হিট ছবি ওয়ার-এর সাড়া জাগানো গান ঘুঙরো-র ছন্দে পা মেলালেন পিঙ্কি, সঙ্গী ছিলেন তাঁর আরও দুই বন্ধুও। পিঙ্কি রোশনের সেই নাচের ভিডিও প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়। 

View post on Instagram

মেয়ে সুনয়নার ৪৮তম জন্মদিন সেলিব্রেট করতে রাজস্থানে গিয়েছিল রোশন পরিবার। নাচের ছবি নিজেই ইনস্টাগ্রামে শেয়ার করেন পিঙ্কি রোশন। স্থানীয়দের সঙ্গে রাজস্থানি কায়দায় নাচতেও দেখা যায় তাঁকে। 

View post on Instagram

তবে কেবল নাচ নয়, ছেলে হৃত্বিকের মত পিঙ্কিও ফিটনেস ফ্রিক। শরীর চর্চা করতে নিয়মিত জিমেও যান। শরীর চর্চার সেই ভিডিও ইনস্টাগ্রামে শেয়ারও করেছেন পিঙ্কি। মায়ের এই নতুন অবতার বেশ উপভোগ করেন হৃত্বিকও। 

View post on Instagram

চলতি মাসের শুরুতে হৃত্বিকের জন্মদিনে সুপারস্টারের বেশ কয়েকটি অদেখা ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন পিঙ্কি রোশন।