বরের সঙ্গে ডেটিং-এ গেলেন প্রিয়ঙ্কা বেছে নিলেন এক অনবদ্য পোশাক দাম শুনে ভক্তদের চোখ কপালে মুহূর্তে ছরিয়ে ছড়ল ছবি

স্টাইল স্টেটমেন্টে বরাবরই বাজিমাত করেন প্রিয়ঙ্কা চোপড়া। তাঁর লুক থেকে শুরু করে হট পোজ, ক্যামেরার ফ্রেম থেকে বাদ পড়ে না কিছুই। তখনও বিতর্ক, কখনও আবার প্রশংসা, প্রিয়ঙ্কার পোশাক সর্বদা খবরের শিরোনামে। এবার সামনে উঠে এল পোশাকের দাম। বরের সঙ্গে ডেটিং কত টাকার জামা পড়লেন প্রিয়ঙ্কা!

আরও পড়ুনঃ বিয়ে-মালাবদল সবটাই টিআরপি, শো শেষে আদিত্যর স্বীকারোক্তি

বিশ্ব সুন্দরীর খেতাব জিতেছিলেন প্রিয়ঙ্কা মাত্র ১৮ বছর বয়সে। তখন থেকেই বি-টাউনে নিজের জায়গা পাকা করে নিয়েছিলেন এই অভিনেত্রী। কখনও তাঁর স্টাইল, কখনও আবার তাঁর পোজ, ভক্তদের মনে ঝড় তোলে। তবে নিককে নিয়ে বরাবরই একটু বেশিই সতর্ক থাকে প্রিয়ঙ্কা। নিকের পাশি নিজে ঠিক কীভাবে তুলে ধরবেন তার পরিকল্পনাও ছকে নেন তিনি। 

View post on Instagram

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বিশ্ব সুন্দরীর খেতাব জয়ের ছবি পোস্ট করে খবরের শিরোনামে এসেছিলেন তিনি। এবার নজর কাড়ল তাঁর ডেটিং পোশাক। নিকের সঙ্গে ডেটিং-এ যাওয়ার জন্য কেবল পোশাকের পেছনেই খবর করলেন প্রিয়ঙ্কা ৪৫ হাজার টাকা। সেই ছবি পোস্ট করা মাত্রই তা নজর কাড়ে সকলের। প্রিয়ঙ্কার পোশাকের দাম শুনে ভক্তদের চোখ কপালে।