নিজের লাকি চার্ম কোন জিনিস, জানালেন প্রিয়ঙ্কা
সম্প্রতি পুরস্কার জিতেছেন অভিনেত্রী
সাফল্যের পেছনে রয়েছে রহস্য
বাবার দেওয়া েই উপহার কাছ ছাড়া করেননি তিনি
জীবনে প্রাপ্তি অনেক। একের পর এক পুরষ্কার, বিটাউনে সাফল্য থেকে শুরু করে গান। নিজের জাদুতে তিনি নজর কেড়েছেন সকলের। কিন্তু এই সাফল্যের পেছনের রহস্য কী, এবার সেই কথাই প্রকাশ্যে জানালেন প্রিয়ঙ্কা চোপড়া। নিজের জীবনের সাফল্যের পেছনে এটাই রহস্য তাঁর।
বিস্তারিতঃ বিপরীতে সলমন নয়, রণবীরকেই পেতে চলেছেন আলিয়া, বিটাউনে জোর জল্পনা
সম্প্রতিই বছরের সেরা ড্রেসড কপিল পুরস্কার পেয়েছেন নিক ও প্রিয়ঙ্কা। এই নিয়ে তাঁকে প্রশ্ন করা হলে প্রকাশ্যেই নায়িকা জানিয়ে দেন, যে তিনি বহু উপহার পেয়েছেন। তবে তার মধ্যে সেরা হল নিকের দেওয়া মঙ্গলসূত্র ও তাঁর বাবার দেওয়া একটি হিরের আংটি।
বিস্তারিতঃ চা-কফির বিল ৭৮,৬৫০ রুপিয়া, টাকা দিয়ে নির্বাক অভিনেতা, মজার পোস্ট ভাইরাল
তবে তাঁর কাছে লাকি চার্ম হল একটি সোনার কয়েন। যা তিনি কখনই কাছ ছাড়া করার কথা ভাবেবনি। যেখানেই যান তিনি তা সঙ্গে রাখতেই বেশি পছন্দ করেন। জীবনের অনেক ওঠা পড়া দেখেছেন প্রিয়ঙ্কা। যার মধ্যে সাফল্যই অধিক। কিন্তু সবাই কিছু না কিছু এমন জিনিস নিজের কাছে রেখে থাকেন যা থেকে তাঁদের ধারনা ভাগ্য সদা সহায় থাকে।
প্রিয়ঙ্কার ক্ষেত্রেও তেমনটাই ঘটে। বিদেশ থেকে এবার দেশে ফেরার পথে প্রিয়ঙ্কা। নিকের সঙ্গে বেশ কিছুদিন ছুটি কাটিয়ে এবার তিনি বলিউডে মন দিয়েছেন। সামনেই ছবির মুক্তি। তা ঘিরেই এখন বেজায় ব্যস্ত প্রিয়ঙ্কা।
Read Exclusive COVID-19 Coronavirus News updates, from West Bengal, India and World at Asianet News Bangla.
খেলুন দ্য ভার্চুয়াল বোট রোসিং গেম এবং চ্যালেঞ্জ করুন নিজেকে। கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Sep 8, 2019, 12:37 AM IST