সংক্ষিপ্ত
- সম্প্রতি এক বিয়ের বাড়িতে বোনকে নিয়ে হাজির রেখা
- একই শাড়ি ও সাজে ধরা দিলেন দুই তারকা
- তাক লেগে যায় রাধাকে দেখে
- হুবহু রেখার মতই দেখতে তাঁর বোনকে
যে কোনও অনুষ্ঠানে আজও বাজি মাত করে থাকেন রেখা। ছয়ের দশকের এই অভিনেত্রী এক কথায় সকলকে তাক লাগিয়ে দেন তাঁর স্টাইল স্টেটমেন্টে। কোথাও যেন খামতি নেই। শাড়ি থেকে শুরু করে গহণা। যে কোনও আচার অনুষ্ঠানেই পার্ফেক্ট লুকে আজও সকলের নজর কাড়েন রেখা। এবার বি-টাউনে বিয়ের আসরে হাজির অভিনেত্রী। সেই অনুষ্ঠানেই হাজির ছিলেন তাঁর বোন রাধা।
আরও পড়ুনঃ যিশুতেই মজলেন কঙ্গনা, মনিকর্ণিকার রেশ ধরেই থালাইভি-তে ডাক অভিনেতার
আরও পড়ুনঃ বিয়ের ২০ বছর পরও পর্দায় বাজিমাত, কড়া ডায়েটেই অনবদ্য কাজল
একই সঙ্গে অনুষ্ঠানে প্রবেশ করেন রেখা ও রাধা। এই জুটিকে এক সঙ্গে দেখে তাক লেগে যায় সকলের। একজোরা রেখার মতই দেখতে রাধাকে। উচ্চতায় খানিকটা খাটো হলেও রূপের দিক থেকে পরিচয় দেওয়ার প্রয়োজন পড়ে না। পরনে ভারী শাড়ি থেকে লুক, পোজ দিয়ে একই সঙ্গে ছবি তুললেন তাঁরা। সেই ভিডিও এবার ছড়িয়ে পড়ল নেট দুনিয়ায়।
আরও পড়ুনঃ 'পোশাক সামলানোর জন্যও লাগবে চারজন', নেট দুনিয়ায় ট্রোলের শিকার উর্বশী
আরও পড়ুনঃ পর্দায় এবার দু'জোড়া 'বান্টি আর বাবলি', প্রকাশ্যে এল মুক্তির তারিখ
রেখারা মোট পাঁচ বোন, জয়া শ্রীধর, নারায়নি গণেশন, বিজয়া চামুন্ডেশ্বরী, রেবতী স্বামীনাথন, রাধা ওসমন সইদ, কমলা সেলভারাজ৷ সম্প্রতি রাধাকে নিয়ে রিকুনাথের মেয়ের বিয়েতে হাজির হন রেখা। সেখানেই উপস্থিত ছিলেন উর্বশী রাউটেলা। অনুষ্ঠানে নেচে সকলকে তাক লাগালেন উর্বশী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বি-টাউনের আরও অনেকে। তবে রাধার সঙ্গে রেখার প্রবেশ যেন ভক্তদের এক বাড়তি পাওনা।