নতুন বছরের প্রথম সকাল  চোখ খুলতেই নেটপাড়ায় উত্তেজনা ট্রেন্ড করছে রণবীর কাপুরের নাম  কী উপহার নিয়ে হাজির হলেন কপুর সন্স

বছর ভর রণবীরকে নিয়ে একটাই খবর হয়ে উঠেছিল ভাইরাল। তা হল কবে বিয়ে করছেন এই সেলেব। বছরের শেষ লগ্নে এসে নিজেই উত্তর দিয়েছিলেন তিনি। ২০২০ ছবিটা এমন না হলে হয়তো বিয়ে হয়েই যেত। তবে ২০২১ বিয়ের পিঁড়িতে বসছেন রণবীর। তাই বিয়ে নিয়ে যাবতীয় কৌতুহলের আপাতত ইতি টেনেছেন তিনি। এবার প্রশ্ন হল নতুন বছরের প্রথম সকালে তাঁকে নিয়ে কীসের এতো মাতামাতি! 

Scroll to load tweet…

সাতসকালেই এলো সুসংবাদ। ২০২০ বক্স অফিস এক কথায় বলতে গেলে দুঃস্বপ্নের রাত। তাই বছর পড়তেই নতুন ছবির ঘোষণা করলেন রণবীর কাপুর। অ্যানিমাল ছবির সঙ্গে যুক্ত হলেন এই তারকা। এই ছবির খবর প্রকাশ্যে এসেছিল ২০২০ সালেই। ছবিতে পরিণীতি চোপড়াকে দেখা যাবে রণবীরের বিপরীতে। এবার সেই ছবিতেই জুড়ে গেল নয়া নাম। রণবীর কাপুর। 

Scroll to load tweet…

শোনাগেল অভিনেতার ভয়েস ওভার। আর তাতেই ফিদা আট থেকে আশি। ভরাট গলায় এক ভিন্ন অভিনয়ের বুনট। এক কথায় বলতে গেলে আরও এক ধাপ এগিয়ে পরিণত রণবীরের নতুন উপহার নববর্ষের সকালে। মুহূর্তে সেই ভিডিও ছড়িয়ে পড়ল নেট দুনিয়ায়। একই ভিডিও শেয়ার করে অনিল কাপুর লিখলেন, এর থেকে ভালো শুরু আর কীভাবে হতে পাড়ত এই নতুন বছর।