- সোশ্যাল মিডিয়ায় খুশির জোয়ার
- নতুন ঘোষণা করলেন সলমন খান
- রাধে মুক্তি পাচ্ছে প্রেক্ষাগৃহেই
- ইদে আবার ঝড় তুলতে প্রস্তুত ভাইজান
সলমন খানের ছবি মানে বক্স অফিস হিট। হিওয়ালি হোক বা ইদ, ভাইজানের ছবি মুক্তিতেই বক্স অফিসে লক্ষ্মী আসে। তবে ২০২০ সালে বদলে গিয়েছিল সেই চেনা সমীকরণ। কোথাও গিয়ে যেন থমকে গিয়েছিল গোটা পৃথিবী। বন্ধ হয়ে গিয়েছিল বিনোদন জগতের ঝাঁপ। বন্ধ শ্যুটিং, নেই প্রেক্ষাগৃহে মুক্তি। সেই অভিশাপ কাটিয়ে আবারও স্বাভাবিকের পথে পরিস্থিতি। এমন সময় বড় ঘোষমা করলেন সলমন খান।
প্রকাশ্যে জানালেন রাধেে ছবি মুক্তির দিন। প্রতিবছরের মত এবারেও পর্দায় ঝড় তুলবেন ভাইজান ইদেই। শেষ ইদে মুক্তি পাওয়া সুপারহিট ছবি ভরত। ২০১৯ সালেই রাধে ছবির কাজে হাত দিয়েছিলেন তিনি। ছবির কাজ শেষ হয় ২০২০ সালের শেষের দিকে। এবার সেই ছবি মুক্তির ঘোষণা করলেন সলমন। করোনার পর কোনও বড় ছবি মুক্তি পাচ্ছে না প্রেক্ষাগৃহে।
ধুঁকছে সিনে জগত। তা জানেন সলমন খান। একাধিকবার প্রেক্ষাগৃহের কর্তাদের উদ্দেশ্যে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন তিনি। সেই সূত্রেই এবার প্রেক্ষাগৃহের কর্তাদের উদ্দেশ্যে সলমন খান জানালেন, অনেক দেরিতে ঘোষণা করা হলেও এটাই সুখবর যে রাধে মুক্তি পাচ্ছে প্রেক্ষাগৃহে। তবে ভক্তদের সুরক্ষার কথা বলতে ভুললেন না তিনি। সকলকে মনে করিয়ে দিলেন সুরক্ষায় যেন কোনও ফাঁক না থাকে।
Read Exclusive COVID-19 Coronavirus News updates, from West Bengal, India and World at Asianet News Bangla.
খেলুন দ্য ভার্চুয়াল বোট রোসিং গেম এবং চ্যালেঞ্জ করুন নিজেকে। கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Jan 19, 2021, 7:03 PM IST