সারা আলি খান মানি প্রাণবন্ত লুক মাঝেই নানা পোস্ট নিয়ে ব্যস্ত থাকেন তিনি একের পর এক ছবি করে দর্শকদের মনে জায়গা করেছেন সারা তবে হঠাৎ কি হলো অভিনেত্রীর

একের পর এক ভালো ছবি দর্শকদের উপহার দিয়ে সারা আলি খান এখন বিটাউনের হিটলিস্টে। ক্রমেই বেড়ে চলেছে তার ফ্যান ফলোইং। প্রথম ছবিতেই বাজিমাত করেছিলেন মুকু। সকলের নজর কেড়ে বলিউড ডেবিউ হয়েছিল সারার। সেই থেকে পথচলা শুরু। সোশ্যাল মিডিয়ায় ভীষণ রকমের অ্যাক্টিভ সারা।

আরও পড়ুন- বরের সঙ্গে অপরাজিতার Dinner Date, কলকাতা নয় ভেনু রইল অন্য জায়গা

যার ফলে অভিনেত্রীর সঙ্গে ভক্তদের নিত্য যোগাযোগ। সব খবরই শেয়ার করে থাকেন সারা সোশ্যাল মিডিয়ায়। এবার কি ভিডিও পোস্ট করলেন অভিনেত্রী। দেখামাত্র চমকে উঠলেন সকলে। হাতে চলছে স্যালাইন স্পষ্ট করে কথা বলতে পারছেন না সারা। হাসপাতালের বেড থেকে ভিডিও শেয়ার করলেন সইফকন্যা। দাঁত তুলতে গিয়েছেন তিনি। ভিডিওটা করার মুহূর্তে করা হয়েছিল তাকে। যার ফলে স্পষ্ট কথা বলতে পারলেন না তিনি।

View post on Instagram

তবে তারই মাঝে মজার ছলে ভিডিও শেয়ার করে পরিচয় করালেন ডাক্তার রাজীব শেটির সঙ্গে। দাঁত তুলতে গিয়েছিলেন সারা। দাঁত তোলার আগে একটি ভিডিও ও দাঁত তোলার পরে একটি ভিডিও করেন সারা। 2 মিলিয়ে পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। ক্যাপশনে লিখেন নামাস্তে দর্শক, জ্ঞানী দাঁত বাই বাই।