বরাবরই শাহরুখ খানের মজার পোস্ট নজর কাড়ে ভক্তদের এবার গৌরীর পোস্টে প্রতিক্রিয়া দিয়ে মজায় মাতলেন কিং খান একটি ছবি পোস্ট করতেই কমেন্ট করেন শাহরুখ কী লিখলেন কিং খান 

শাহরুখ খান বরাবরই মজার পোস্ট করে ভক্তদের মন জয় করেন। এবারও তার ব্যতিক্রম হল না। গৌরীর একটি পোস্টে মজার উত্তর দিলেন কিং খান। লকডাউনে কেবল শ্যুটিং বন্ধ, গৃহবন্দি সব তারকাই। ধীরে ধীরে এবার ছন্দে ফেরার পথে সিনে জগত। কিন্তু শাহরুখ খানের শ্যুটিং থেকে সরে যাওয়াটা কোনও লকডাউনে কারণে নয়। বিগত দু বছর ধরে শ্যুটিং ফ্লবোর থেকে নিজেরে সরিয়ে রেখেছেন কিং খান। তা নিয়েই এবার মজায় মাতলেন তিনি।

আরও পড়ুনঃ বলিউডে ফের নক্ষত্রপতন, চলে গেলেন জনপ্রিয় পরিচালক রজত মুখোপাধ্যায়

Scroll to load tweet…

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় গৌরী খান একটি ছবি শেয়ার করেছেন। যেখানে দেখা যাচ্ছে ওয়াক্স মিউজিয়ামে শাহরুখ খানের মূর্তির পাশে দাঁড়িয়ে তিনি, আর উল্টো দিকে দাঁড়িয়ে খোদ কিং খান। এই ছবি শেয়ার করে গৌরী লেখেন, দুজনকে সামলানো খুব সমস্যার। এই পোস্ট দেখা মাত্রই আরও এক বাক্য যোগ করে দিলেন শাহরুখ খান, বিগত একবছর ছয় মাস ধরে দুজনেই ঘরে বন্দি রয়েছেন। 

Scroll to load tweet…

লকডাউনের মাঝেই একাধি ছবির ঘোষণা হলেও শাহরুখ খান এখনও পর্যন্ত সুখবর শোনাননি তাঁর ভক্তদের। তবে একাধিক গুজব ছড়িয়ে রয়েছে শাহরুখ খানের ছবি ঘিরে। একটি