Asianet News BanglaAsianet News Bangla

টানা দুবছর পর সেটে ফিরছেন শাহরুখ খান, নভেম্বরেই শুরু আগামী ছবির শ্যুটিং, ভক্তদের মনে খুশির হাওয়া

  • টানা দুবছর পর শ্যুটিং সেটে শাহরুখ খান
  • জিরো ছবিতে শেষ দেখা গিয়েছিল কিং খানকে
  • নভেম্বরেই শুরু হবে ছবির শ্যুটিং
  • খবর ফাঁস হতেই ভক্তমহলে খুশির হাওয়া 
Shah Rukh Khan to get back to films after 2 years BJC
Author
Kolkata, First Published Oct 20, 2020, 10:33 AM IST

কবে আবার শ্যুটিং সেটে ফিরবেন শাহরুখ খান, এমনই প্রশ্ন গত দুবছর ধরে ফিরে ফিরে এসেছে ভক্তদের মনে। যদিও শাহরুখ খানের শেষ কয়েকটি ছবি বক্স অফিসে খুব একটা সাফল্যের মুখ দেখেনি, সেই কারণেই কী এক দীর্ঘ গ্যাপ, তা নিয়ে কখনই শাহরুখ খান মুখ খোলেননি। তবে এবার তিনি ফিরছেন সেটে। গত দুবছরে একাধিক জল্পনা এসেছিল সামনে, তিনি কবে, কী ধরনের ছবিতে দেখা যাবে, বিপরীতে থাকবেন কোন অভিনেত্রী প্রভৃতি। 

Shah Rukh Khan to get back to films after 2 years BJC

যদিও সেই প্রসঙ্গ উড়িয়ে এখন সামনে এসেছে পাঠান ছবির খবর। বর্তমানে শাহরুখ খান তাঁর আইপিএল টিম নিয়েই ব্যস্ত। সেই সফর শেষ করেই নভেম্বরের শেষে শুরু করবে পাঠান ছবির শ্যুট। প্রথম সিডিউলে রাখা হয়েছে শাহরুখ খানের অংশ। পরবর্তীতে সেখানে যোগ দেবেন দীপিকা ও জন আব্রাহম। মাঝে নববর্ষের ছুটি। ছবিতে আবারও দেখা যাবে দীপিকা ও শাহরুখ জুটিকে। 

 

Shah Rukh Khan to get back to films after 2 years BJC

শাহরুখ খানকে এবার নয়া লুকে পর্দায় আনতে চলেছেন পরিচালক সিদ্ধার্থ আনন্দ। এর আগে তাঁর পরিচালনাতে ওয়ার ছবি ঝড় তুলেছে ভক্তমহলে। এবারও তাঁর স্টাইলের কোনও পরিবর্তন ঘটবে না। প্রতিশোধের নিরিখে গড়া গল্পই যেন এক কথায় বলতে গেলে এখন শাহরুখের মূল অস্ত্র। তবে ছবির মুক্তি কবে তা নিয়ে এখনও স্পষ্ট কোনও তথ্যি সামনে আসেনি। 

Follow Us:
Download App:
  • android
  • ios