সংক্ষিপ্ত

একের পর এক করোনায় আক্রান্তের খবর সামনে এলেও কোথাও গিয়ে যেন এখনও স্থগিত হচ্ছে না কাজ, সচেতনতা মেনেই চলছে শ্যুটিং, তার জেরেই এবার একে একে করোনায় সংক্রমণের ঝড়। তবে আক্রান্তের খবর নয় এবার করোনা কাড়ল প্রাণ। প্রয়াত গায়ক বিশালের বাবা মতী দাদলানি।

বছর ঘুরতেই ভয়ানক ছবি ধরা পড়ছে করোনার (COVID 19) । একের পর এক সেলেব করোনায় আক্রান্ত হওয়ার খবর আসছে সামনে। হয়ে গিয়েছে দ্বিতীয় ভ্যাকশিন, তবুও করোনায় আক্রান্তের বারবারন্ত চোখে পড়ছে সর্বত্র, কোথাও অসচেতনতার ছবি, কোথাও আবার কাজের সূত্রে বা পার্টি, জমায়েত ঘিরে বাড়ছে জল্পনা, এবার তেমনই ছবি বিটাউনে, একের পর এক করোনায় আক্রান্তের খবর সামনে এলেও কোথাও গিয়ে যেন এখনও স্থগিত হচ্ছে না কাজ, সচেতনতা মেনেই চলছে শ্যুটিং, তার জেরেই এবার একে একে করোনায় সংক্রমণের ঝড়। তবে আক্রান্তের খবর নয় এবার করোনা কাড়ল প্রাণ। প্রয়াত গায়ক বিশালের (Singer Vishal Dadlani) বাবা মতী দাদলানি (Moti Dadlani)। করোনায় আক্রান্ত হয়ে প্রাণত্যাগ করেন ৭৯ বছর বয়সে। 

 

View post on Instagram
 

 

পিতৃহারা বিশাল, খবর মিলতেই শোকের ছায়া বিটাউনে। এই খবর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন খোদ বিশাল, 'লিখলেন গতরাতে আমি আমার প্রিয় বন্ধু বাবাকে হারালাম, তাঁর থেকে ভালো বন্ধু, বাবা, শিক্ষক হয় না, তাঁর ছত্রছায়ায় সবই সুন্দর। বর্তমানে তিনিও করোনায় আক্রান্ত, তাই সোশ্যাল মিডিয়ার পাতায় তিনি লেখেন, যে করোনায় আক্রান্ত হওয়ার কারণে শেষ সময় বাবার পাশে তাকতে পারতেল না। শেষ ৩ থেকে ৪ দিন ধরে আইসিইউ-তে রয়েছেন ছিলেন।' এই কঠিন সময় মায়ের পাশেও থাকতে পারলেন না, এর থেকে দুঃখের আর কিছু হয় না, সম্পূর্ণ রূপে ভেঙে পড়েছেন তিনি। 

 

View post on Instagram
 

 

২০২১-এর শেষ থেকেই আবারও জাঁকিয়ে বসেছে করোনা (COVID 19), ঝড়ে গতিতে বেড়ে চলেছে সংক্রমণ। সেলেব দুনিয়া (Cine World) থেকে শুরু করে সাধারণ মানুষ, আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। এরই মাঝে একের পর এক সেলিব্রিটিদের করোনা পজিটিভ  (Corona Positive) খবর নেট দুনিয়ার পাতায় উঠে আসতে দেখা যাচ্ছে। সিনে দুনিয়াকে ছন্দে ফেরাতে মরিয়া সেলেবমহল এবার একের পর এক করোনার জেরে গৃহবন্দি, বাড়ছে সংক্রমণ, একের পর এক একের পর এক সেলেব করোনায় আক্রান্ত হওয়ার পরই ঝড়ের গতীতে ভাইরাল হয়ে ওঠে সেই খবর, সংক্রমণের মাত্রা এতটাই দ্রুততার সঙ্গে ছড়াচ্ছে যে কোথাও গিয়ে ধীরে ধীরে বন্ধ হচ্ছে একের পর এক ছবির কাজ, পিছিয়ে যাচ্ছে ছবির মুক্তিও, বেশ কিছু ছবি পাইপলাইনে থাকলেও, বর্তমানে আবারও অনিশ্চিত সিনেদুনিয়ার ভাগ্য।