সংক্ষিপ্ত

বলিউডের প্রথমসারির অভিনেতাদের মতো সিক্স প্যাকস না থাকলেও তিনি যে লম্বা রেসের ঘোড়া তা অভিনয় দিয়েই বুঝিয়ে দিয়েছেন পঙ্কজ ত্রিপাঠী। অভিনয়ের জন্য যতটা দরকার তার চেয়ে এককদম এগিয়ে যেতেও রাজি পঙ্কজ ত্রিপাঠি। ছবি ভোল বদলে দিতে বেশ সিদ্ধহস্ত পঙ্কজ, এবার তাকেই ছবির মুখ্য চরিত্র করে তুললেন জাতীয় পুরস্কার প্রাপ্ত পরিচালক  সৃজিত মুখোপাধ্যায়। সম্প্রতি প্রকাশ্যে এল সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ছবি 'শেরগিল: দ্য পিলভিট সাগা'-র ট্রেলার। ছবির ট্রেলারেই বাজিমাত করেছেন বলি অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী। ছবির মূল গল্পই মানুষ ও প্রকৃতিক দ্বন্দ্ব। যেখানে বাঘ- প্রকৃতি- পঙ্কজই ছবির মুখ্য বিষয়। মাত্র ২ মিনিট ২২ সেকেন্ডের ট্রেলারেই উত্তেজনা বাড়িয়ে দিয়েছেন সৃজিত মুখোপাধ্যায়।
 

বলিউডের প্রথমসারির অভিনেতাদের মতো সিক্স প্যাকস না থাকলেও তিনি যে লম্বা রেসের ঘোড়া তা অভিনয় দিয়েই বুঝিয়ে দিয়েছেন পঙ্কজ ত্রিপাঠী। অভিনয়ের জন্য যতটা দরকার তার চেয়ে এককদম এগিয়ে যেতেও রাজি পঙ্কজ ত্রিপাঠি। ছবি ভোল বদলে দিতে বেশ সিদ্ধহস্ত পঙ্কজ, এবার তাকেই ছবির মুখ্য চরিত্র করে তুললেন জাতীয় পুরস্কার প্রাপ্ত পরিচালক  সৃজিত মুখোপাধ্যায়। সম্প্রতি প্রকাশ্যে এল সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ছবি 'শেরগিল: দ্য পিলভিট সাগা'-র ট্রেলার। ছবির ট্রেলারেই বাজিমাত করেছেন বলি অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী। ছবির মূল গল্পই মানুষ ও প্রকৃতিক দ্বন্দ্ব। যেখানে বাঘ- প্রকৃতি- পঙ্কজই ছবির মুখ্য বিষয়। মাত্র ২ মিনিট ২২ সেকেন্ডের ট্রেলারেই উত্তেজনা বাড়িয়ে দিয়েছেন সৃজিত মুখোপাধ্যায়।

 সৃজিত মুখোপাধ্যায়ের 'শেরগিল: দ্য পিলভিট সাগা'- ছবিতে একজন গ্রামের সাধারণ, ছিমছাম মানুষের চরিত্রে দেখা যাবে পঙ্কজ ত্রিপাঠীকে। ট্রেলারে দেখা গেছে, ইউপি-নেপাল বর্ডারের কুখ্যাত টাইগার রিজার্ভ পিলিভিটের পাশের গ্রামের বাসিন্দা গঙ্গারাম অর্থাৎ পঙ্কজ। বাঘের উৎপাত সেখানে লেগেই রয়েছে। বাঘের মুখে পড়ে চলে যায় শত শত প্রাণও। তবে টাইগার রিজার্ভের কাছে বাঘের হামলায় মৃত্যু হলে তার ক্ষতিপূরণ দেওয়ার সরকারি নিয়মও রয়েছে। কিন্তু তা আর কোথায় পাচ্ছে গ্রামের মানুষ, বরং তা থেকে বঞ্চিত হচ্ছে গ্রামের মানুষ। কিন্তু এরকম করে আর কতদিন চলে। সরকারের থেকে টাকা চাই। কিন্তু সেটা করতে কেউই রাজি হচ্ছেন না। কেউ বলছেন আমি নতুন বিয়ে করেছি তো কেউ আবার অন্য কোনও অজুহাত দিয়ে এড়িয়ে চলছেন। শেষমেষ দুই সন্তান, স্ত্রী থাকা সত্ত্বেও গ্রামের ২০০ মানুষের জন্য বাঘের মুখে প্রাণ দিতেও পিছপা হননা পঙ্কজ। গঙ্গারাম বলেন, আমি ২০০ বাচ্চার বাবা, তার জন্য বাঘের সঙ্গে লড়াই করে প্রাণ দিতেও প্রস্তুত আমি। দেখে নিন ট্রেলারটি,

 

YouTube video player

 

জাতীয় পুরস্কার প্রাপ্ত পরিচালক  সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত 'শেরগিল: দ্য পিলভিট সাগা'-র ট্রেলারে দর্শকদের উত্তেজনা দ্বিগুণ বেড়ে গেছে। ছবির মুখ্য চরিত্রে অভিনয় করছেন পঙ্কজ ত্রিপাঠী। পঙ্কজের সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে সায়নি গুপ্তাতে। পঙ্কজ ত্রিপাঠী, সায়নি ছাড়াও ছবিকে রয়েছেন অভিনেতা নীরজ কবিও। নেপাল সীমান্তে ৬০২ কিমি অঞ্চলজুড়ে ব্যঘ্র প্রকল্প রয়েছে, যেখানে ৫০-টিরও বেশি বাঘ রয়েছে। এই বাঘের আক্রমণে প্রাণও যায় গ্রামবাসীদের। তবে জঙ্গলের বাইরে যদি বাঘের  আক্রমণে প্রাণও যায় কারোর, সরকার তাদের পরিবারকে ক্ষতিপূরণ বাবদ ১০ লক্ষ টাকা দেবে। এই টাকার লোভে নাকি অনেক গরীব পরিবার তাদের বৃদ্ধ সদস্যকে জঙ্গলে ছেড়ে আসতে। ছবিতে এগুলো দেখাতে চেয়েছেন সৃজিত মুখার্জি। শুধুমাত্র পেটের দায়ে মানুষ কতটা হিংস্র হতে পারে তা ফুটে উঠবে ছবিতে। এই নিয়ে সৃজিতের তৃতীয় হিন্দি ছবি এটা। ২০২২ সালের ২২ জুন সিনেমা হলে মুক্তি পাবে 'শেরগিল: দ্য পিলভিট সাগা'।

আরও পড়ুন-'ছোট স্তন নয়, বুকের সাইজ আরও ডবল বাড়াতে হবে', চরম হেনস্তার মুখে পড়েছিলেন অনন্যা

আরও পড়ুন-কালারফুল বিকিনিতে স্পষ্ট বিভাজিকা, সুইমিংপুলের নীল জলে আগুন জ্বালালেন সুপারহট সারা

আরও পড়ুন-হৃদযন্ত্রে মারণ রোগের বাসা বেঁধেছিল আগেই, মৃত্যুর দিনও ১০ রকমের ওষুধ খেয়েছিলেন কেকে, বাড়ছে ধোঁয়াশা