সুশান্তের লোনাভলায় বিলাস বহুল ভিলা অবসরে সেখানেই থাকতেন অভিনেতা মাঝে মধ্যেই বন্ধুদের নিয়ে সেখানে গিয়ে ছুটি কাটাতেন এবার সেই ছবি নেট দুনিয়ায় শেয়ার হতেই ভাইরাল

সুশান্তের সম্পত্তির হিসেব যখন প্রথম সামনে আসে, ঠিক তখনই উঠে এসেছিল তাঁর লোনাভলাত থাকা বিলাসবহুল বাংলোর কথা। যা ভাড়া নিয়েছিলেন সুশান্ত সিং রাজপুত। মাঝে মধ্যেই ছুটিতে সেখানে গিয়ে সময় কাটাতেন সুশান্ত সিং রাজপুত। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তাঁর বান্দ্রা ফ্ল্যাটের অন্দরমহলের ছবি। এবার সামনে এলো তাঁর লোনাভলাতে থাকা বিলাস বহুল বাংলোর একাধিক ভিডিও। 

আরও পড়ুনঃ কন্ডোম বিতর্ক থেকে এইচআইভি টেস্ট, বলিউডে পা রেখে একাধিকবার ভাইরাল সানি

View post on Instagram

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন সুশান্তের কাছের বন্ধু স্যামুয়েল হাউকিপ। মুহূর্তে তা ভক্তদের হাতে হাতে ছড়িয়ে পড়তে থাকে। ভিডিওতে দেখা যায় খুশ মেজাজে সুশান্তকে। যার নাম রেখেছিলেন 'হ্যাং আউট ভিলা'। ভক্তের হাতে হাতে তা এবার ভাইরাল হয়ে উঠল নেট পাড়ায়। সুশান্তের মৃত্যুর পর অভিনেতার সঙ্গে কাটানো মুহূর্তে ভাসলেন স্যামুয়েল হাউকিপ। কয়েকদিন আগেই তিনি সারা ও সুশান্তের সম্পর্ক নিয়ে মন্তব্য করেছিলেন, এবার নেট দুনিয়ায় নয়া ঝড় তুললেন তিনি। 

View post on Instagram

সুশান্তের সঙ্গে যাঁদেরই ঘনিষ্ট সম্পর্ক ছিল তাঁদের স্মৃতিতেই ধরা দিয়েছে সপুশান্তের এক অন্যরূপ। যে মানুষ আত্মহত্যা করতে পারেন না, এমনটাই মত তাঁদের। অথচ পরিস্থিতির কবলে পড়ে এমনই পথ বেঁছেনিয়েছেন সুশান্ত, শুরুতে এমনটাই জানানো হয়। বর্তমানে ছবিটা আলাদা। এখন হত্যা মামলার দিকেই ঝুঁকে রয়েছেন সকলে। সিবিআই জেরায় খোলসা হবে আসল ঘটনা অপেক্ষায় দিন গুণছে প্রতিটা মানুষ।