সংক্ষিপ্ত
বিবেক অগ্নিহোত্রী লিখেছেন, ‘১৬ দিন দ্য কাশ্মীর ফাইলসের আয় ২৫২.৪৫ কোটি টাকা। তৃতীয় রবিবারে বক্স অফিস কালেকশন ভারতে ৭.৬০ কোটি। বিশ্বব্যাপী আয় ২.১৫ কোটি। জানা গিয়েছে, বরিবার ছবির টিকিট বিক্রি হয়েছিল ৭.৬০ কোটি টাকা।’
মুক্তির পর থেকেই খবরের শিরোনামে ‘দ্য কাশ্মীর ফাইলস’ (The Kashmir Files)। ছবির আয় প্রথম থেকেই নজর কাড়ছে দর্শকদের। রবিবার এই ছবি পা দিল ২৫০ কোটির ঘরে। এই খরব শেয়ার করেছেন বিবেক অগ্নিহোত্রী। আর লিখেছেন, ‘১৬ দিন দ্য কাশ্মীর ফাইলসের আয় ২৫২.৪৫ কোটি টাকা। তৃতীয় রবিবারে বক্স অফিস কালেকশন ভারতে ৭.৬০ কোটি। বিশ্বব্যাপী আয় ২.১৫ কোটি। জানা গিয়েছে, বরিবার ছবির টিকিট বিক্রি হয়েছিল ৭.৬০ কোটি টাকা।’
নয়ের দশকে কাশ্মীর (Kashmir) থেকে কীভাবে কাশ্মীরি পণ্ডিতদের উৎখাত করা হয়েছিল, সেই নিয়ে তৈরি এই ছবি। ছবিতে পরিবারগুলোর ওপর অত্যাচার খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন পরিচালক। বাস্তব এই চিত্র মন কেড়েছিল সকলের। ছবির মুখ্য ভূমিকায় দেখা গিয়েছে, মিঠুন চক্রবর্তী, পল্লবী যোশী, দর্শক কুমারের মতো একাধিক তারকারা। অন্যান্য চরিত্রে আছেন ভাষা সুম্বালি, চিন্ময় মণ্ডলেকর, পুনীত ইসার, মৃণাল কুলকার্ণি, অতুল শ্রীবাস্তব এবং পৃথ্বীরাজ সারনায়েক।
ছবি মুক্তির পর থেকেই খবরে আছে দ্য কাশ্মীর ফাইসল (The Kashmir Files)। ১৯৯০ সালের কাশ্মীর ইস্যু নিয়ে ছবিটি বানিয়েছেন বিবেক অগ্নিহোত্রা। একাধিক বলিউড তারকার মুখে শোনা গিয়েছে ছবির প্রশংসা। আমির খান, সলমন খান সকলেই প্রশংসা করেছেন ছবিটি। আমির বলেছিলেন, ‘কাশ্মীরি পণ্ডিতদের সঙ্গে যা হয়েছে তা সত্যইই খুব দুঃখের। এই ঘটনা ভারতীয় ইতিহাসের হৃদয়বিদারক একটি অংশ। যা গভীর ক্ষতের জন্ম দিয়েছে। আমার মনে হয়, এমন একটি বিষয় নিয়ে ছবি হওয়া উচিত ছিল। এই ছবির গোটা টিমকে শুভেচ্ছা।’
অক্ষয় কুমার বলেন, ‘পরিচালক বিবেক অগ্নিহোত্রী দারুণ একটা ছবি উপহার দিয়েছে। দেশের এক ক্ষত বিক্ষত ইতিহাসকে সামনে নিয়ে এসেছেন। যে সত্যিই সবার সামনে আসার দরকার ছিল।’ প্রশংসা করেছেন সলমন খানও। এই ছবি যে দর্শকদের মন কেড়েছে তা বলার অপেক্ষা রাখে না। ছবির আয় বলে দিচ্ছে ছবিটি মন কেড়েছে দর্শকদের। সে কারণে, ছবি মুক্তির কয় দিনের মধ্যেই ১০০ কোটির ঘরে পা রেখেছিল দ্য কাশ্মীর ফাইলস (The Kashmir Files)। আর এবার মাত্র কদিন আড়াই কোটির ঘরে প্রবেশ করল ছবিটি। এদিকে, সদ্য মুক্তি পাওয়া আরআরআর (RRR) ছবির আয়ও নজর কেড়েছে দর্শকদের। বক্স অফিসে সব রেকর্ড ভেঙে দিয়েছে ছবিটি। প্রথম দিনই ছবির আয় (বিশ্ব জুড়ে) ২৪০ কোটি টাকা।
আরও পড়ুন- অস্কারের মঞ্চে সম্মান বাড়ল ভারতের, ডুন-এর জন্য অস্কার পেলেন নমিত মালহোত্রা
আরও পড়ুন- লাল সাঁতার পোশাকে সমুদ্রের মধ্যে দিয়েই দৌড়, সমুদ্র তটে উষ্ণতা ছড়াচ্ছেন সানি
আরও পড়ুুন- 'কিশমিশ'-এ নানা সাজে দেব-রুক্মিণী, একাধিক লুক তৈরির পিছনের গল্প জানালেন অভিনেতা