সংক্ষিপ্ত

  • করোনা মোকাবিলায় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন অক্ষয় কুমার।
  • দেশবাসীর জন্য কী করেছেন অক্ষয়- টুইঙ্কল, প্রশ্নই তুলেছেন প্রাক্তন আইএএস অফিসার
  • অন্তর্জালে প্রকাশ্যেই এর জবাব দিয়েছেন অক্ষয়ের স্ত্রী টুইঙ্কল
  • অতিমারিতে লড়তে  ১০০ অক্সিজেন কনসেনট্রেটর দান করেছেন অক্ষয়
     

বলি থেকে টলি করোনা যেন হানা দিয়েছে বিনোদন জগতে। একের পর এক অভিনেতা-অভিনেত্রীদের গ্রাস করেছে করোনা ভাইরাস। কিছুদিন আগেই করোনায় আক্রান্ত  হয়েছিলেন বলিউডের ফিটনেস ফ্রিক অভিনেতা অক্ষয় কুমার। বলিউডের অন্যতম ফিটনেস ফ্রিক অভিনেতা অক্ষয় কুমারকেও করোনা কাবু করেছিল, যা রীতিমতো চিন্তায় ফেলেছিল খিলাড়ির ভক্তদের। করোনায় দ্বিতীয় ঢেউ-এ কাবু গোটা দেশ। এহেন পরিস্থিতিতে তারকারা সকলেই নিজেদের মতোন সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন। করোনা মোকাবিলায় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন অক্ষয় কুমার।

আরও পড়ুন-ফিনফিনে শিফনে স্পষ্ট নাভি, খোলা পিঠে কোমরের ভাঁজে মনামীর শরীরী শিহরণে ঘায়েল ভক্তরা...

ভয়ঙ্কর আকার ধারণ করেছে করোনা ভাইরাস। করোনায় দেশবাসীর উদ্দেশে কী করেছেন অক্ষয় কুমার ও টুইঙ্কল খান্না, এই প্রশ্নই তুলেছিলেন প্রাক্তন  আইএএস অফিসার সূর্যপ্রতাপ সিং। এবার  সেই টুইটের সপাট জবাব দিলেন টুইঙ্কল। এবং তার সপক্ষে যুক্তিও দিয়েছেন। কোভিড পরিস্থিতিতে সকলকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছিলেন টুইঙ্কল। সেই অনুরোধ নিয়েই বিতর্কের সুত্রপাত। আইএএস অফিসার সূর্যপ্রতাপ সিং টুইটে জানিয়েছেন, টুইঙ্কলজি আপনার স্বামী ভারতের অন্যতম ধনী অভিনেতা। ডোনেশনের নামে টাকা জোগার করে তা দিয়ে সাহায্যের নাটক করার চাইতে ভাল হবে যদি আপনার পরিবার এই মহামারীতে একটু দয়ালু হয়।

 

 

এই টুইটের জবাবেই টুইঙ্কল জানিয়েছেন, এই কঠিন সময়ে ১০০ অক্সিজেন কনসেনট্রেটর ডোনেট করেছি এবং অন্যভাবে সাহায্যের চেষ্টা চালিয়ে যাচ্ছি। বর্তমান সময়ে আমি-তুমি করলে হবে না। সবাইকে এগিয়ে এসে সাহায্যের হাত বাড়িয়ে একত্র হতে হবে। কিন্তু এই দুঃসময়েও একে অপরকে ছোট দেখানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।

 

View post on Instagram
 

 

করোনায়  আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন আক্কি। প্রায় ১ সপ্তাহ পর হাসপাতাল থেকে বাড়িও ফিরেছেন অক্ষয় কুমার। সেই আনন্দের খবর অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন স্ত্রী টুইঙ্কল খান্না।  গত সপ্তাহেই টুইঙ্কল জানিয়েছিলেন অতিমারিতে লড়তে  ১০০ অক্সিজেন কনসেনট্রেটর দান করেছেন। এর আগেও গৌতম গম্ভীরের স্বেচ্ছাসেবী সংগঠনে কোভিড মোকাবিলায় ১ কোটি টাকা আর্থিক সাহায্য করেছিলেন।