সংক্ষিপ্ত

দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান। অবশেষে মুক্তি পেল বিজয় দেবেরাকোন্ডার বহু প্রতীক্ষিত ছবি 'লাইগার'-এর ট্রেলার। ছবি নিয়ে শুরু থেকেই টানটান উত্তেজনা দর্শকদের মধ্যে। ২ মিনিটের ২ সেকেন্ডের  ট্রেলারে  উত্তেজনা যেন দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে 'লাইগার'। এই ছবি দিয়ে বলিউডে পা রাখতে রেখেছেন দক্ষিণী অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা। 'লাইগার'-এর বিজয়কে দেখেই যে উত্তেজনা টগবগিয়ে ফুটছে দর্শকদের মধ্যে। ছবির নাম ঘোষণার পর থেকেই ট্রেলার দেখার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা। অবশেষে এল সেই মাহেন্দ্রক্ষণ। পুরী জগন্নাধ পরিচালিত এই ছবির ট্রেলার মুক্তি পেতেই প্রত্যাশা দ্বিগুণ বেড়েছে দর্শকদের।

দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান। অবশেষে মুক্তি পেল বিজয় দেবেরাকোন্ডার বহু প্রতীক্ষিত ছবি 'লাইগার'-এর ট্রেলার। ছবি নিয়ে শুরু থেকেই টানটান উত্তেজনা দর্শকদের মধ্যে। ২ মিনিটের ২ সেকেন্ডের  ট্রেলারে  উত্তেজনা যেন দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে 'লাইগার'। এই ছবি দিয়ে বলিউডে পা রাখতে রেখেছেন দক্ষিণী অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা। 'লাইগার'-এর বিজয়কে দেখেই যে উত্তেজনা টগবগিয়ে ফুটছে দর্শকদের মধ্যে। ছবির নাম ঘোষণার পর থেকেই ট্রেলার দেখার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা। অবশেষে এল সেই মাহেন্দ্রক্ষণ। পুরী জগন্নাধ পরিচালিত এই ছবির ট্রেলার মুক্তি পেতেই প্রত্যাশা দ্বিগুণ বেড়েছে দর্শকদের।

বিজয়ের এই প্রথম প্যান ইন্ডিয়া ছবি নিয়ে ইতিমধ্যেই তুঙ্গে। এর আগে ছবির পোস্টারে ঝড় তুলেছিলেন বিজয়। যা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছিল।  পোস্টারে ক্যাপশনেও লেখা ছিল শালা ক্রসবিড। পোস্টারে ইঙ্গিতের পর যেন ট্রেলারেও ওই একই ছাপ দেখা গেল। ট্রেলারের শুরুতেই  রামিয়া কৃষ্ণণকে বলতে শোনা যায়, আমার ছেলে ক্রসবিড।  সিংহ ও বাঘের মিশ্রণ। ছবিতে বিজয়ের মায়ের চরিত্রে দেখা যাবে রামিয়াকে। তবে আর পাচজন সাধারণ মায়ের মতো নন রামিয়া বরং তেজ, রাগী, সাহসী তিনি। সেই ঝলকও ট্রেলারে পাওয়া গেছে। বাহুবলীর পর আরও এক শক্তিশালী মায়ের চরিত্রে দেখা যাবে রামিয়াকে।

 

YouTube video player

 

একজন বক্সারের জীবন কাহিনিই এই ছবির গল্প। ছবিতে এক চাওয়ালার বন্ধুর যাত্রার গল্প শোনা যাবে। যে ভারতের প্রতিনিধি হয়ে এমএমএ শিরোপা জেতার চেষ্টায় রয়েছে। কিন্তু তার পথে একের পর এক বাধা আসতে পারে। পাগলের মতো ভালবাসার মানুষ থেকে প্রতারণা। তার উপর আবার ঠিকমতো কথাও বলতে পারে না, যা সবচেয়ে বড় সমস্যা। এসমস্ত নানান সমস্যা থেকেই আরও হিংস্র হয়ে ওঠে। এভাবেই এগোতে থাকবে ছবির গল্প। অ্যাকশনে ভরপুর মশালাদার ছবি যে দর্শকদের মন জয় করে নেবে তা ট্রেলারেই ইঙ্গিত মিলেছে। করণ জোহরের ধর্মা প্রোডাকশন-এর প্রযোজনায় আসতে চলেছে লাইগার।  দক্ষিণের হার্টথ্রব বিজয় দেবেরাকোন্ডা ছাড়াও ছবিতে অভিনয় করছেন চাঙ্কি পান্ডের মেয়ে অনন্যা পান্ডে। এবং এই ছবিতে বক্সিং তারকা মাইক টাইসনকে দেখা যাবে। এছাড়াও রামিয়া কৃষ্ণণ, রনিত রায়, বিশু রেড্ডি-কেও অভিনয় করতে দেখা যাবে। এই ছবি দেশজুড়ে আরও একাধিক ভাষা যেমন হিন্দি, তেলেগু, তামিল, কন্নড়, মালয়ালমে মুক্তি পাবে। পাশাপাশি ঠিক কতটা হিংস্র হতে পারে একটা মানুষ বিজয়ের সঙ্গে পরিচিত হবেন দর্শক। অ্যাকশন রোম্যান্সে ভরপুর এই ছবি আগামী ২৫ শে আগস্ট মুক্তি পেতে চলেছে।