পোশাক নিয়ে ট্রোল্ট হল কিয়ারা
ম্যাগি পোশাকেই বিপত্তি
একাধিক মতামতে ভরল কমেন্ট বক্স
রাতারাতি ছবি ভাইরাল নেট দুনিয়ায়
ফ্যাশন স্টেটমেন্টে প্রতিদিনই বলিউড অভিনেত্রীরা কিছু না কিছু নয়া চমক রেখেই থাকেন তাঁদের ভক্তদের জন্য। সোশ্যাল মিডিয়ার পাতায় এখন কিয়িরাই স্টার। সম্প্রতি নায়িকার কবীর সিং ছবি সুপার হিট হওয়ায় এখন লাইম লাইটে কিয়ারা। কিন্তু তাঁর হাল ফ্যাশনে একি হাল হল কিয়ারার।
আরও পড়ুনঃ রজনীকান্ত নন, নয়া রেকর্ড গড়লেন প্রভাস, বিশ্ব জুড়ে প্রথম দক্ষিণী ছবির এত আয়
চলতি মাসের প্রথমেই একটি ছবি শেয়ার করেন কিয়ারা আডবানী। সেখানেই তাঁকে হলুদ ম্যাগে পোশাকে দেখা গিয়েছিল। এই ছবি পোস্ট করা মাত্রই ট্রোল্ড হতে হল কিয়ারাকে। ভক্তরা মুহুর্তে কমেন্ট বক্স ভরিয়ে তুললেন। লিখলেন- হা হা দুমিনিটে তৈরি!
এই ছবিতেই কিয়ারাকে দেখা গিয়েছিল যে পোশাকে, তার সঙ্গে সকলেই ম্যাগির তুলনা করে ফেললেন মুহুর্তে। একাখেনই শেষ নয়, এরপর একাধিক কমেন্ট পড়তে থাকে, যার সঙ্গে ম্যাগির তুলনা করা হল। কেউ লিখলেন মশালা ম্যাগি। এখানেই শেষ নয়, এই ছবি রাতারাতি ভাইরাল হল নেট দুনিয়ায়।
বেশ কিছু বলিউড অভিনেত্রী বর্তমানে পোশাক নিয়ে ট্রোল্ড হচ্ছেন সোশ্যাল মিডিয়ায়। তবে তাঁদের তালিকায় নাম লিখিয়ে বিন্দুমাত্র দুঃখিত নন কিয়ারা। বরং তাঁর পোশাক নিয়ে ছবি ভাইরাল হওয়ায়, তৈরি হল নতুন ট্রেন্ড।
Read Exclusive COVID-19 Coronavirus News updates, from West Bengal, India and World at Asianet News Bangla.
খেলুন দ্য ভার্চুয়াল বোট রোসিং গেম এবং চ্যালেঞ্জ করুন নিজেকে। கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Sep 8, 2019, 5:53 PM IST