সংক্ষিপ্ত

  • প্রয়াত হলেন পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত ফ্যাশন ডিজাইনার ওয়েন্ডেল রডরিক্স
  •  হৃদরোগে আক্রান্ত হয়েই তিনি মারা গেছেন ওয়েন্ডেল
  • মাত্র ৫৯ বছর বয়সে  ওয়েন্ডেলের প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে গোটা ফ্যাশন ইন্ডাস্ট্রিতে
  • সমাজকর্মী হিসেবেও যথেষ্ঠ সুনাম রয়েছে রডরিক্সের

আবারও নক্ষত্রপতন। প্রয়াত হলেন পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত ফ্যাশন ডিজাইনার ওয়েন্ডেল রডরিক্স। গতকালই নিজের বাড়িতেই দেহ রাখেন ওয়েন্ডেল। সূত্র থেকে জানা গিয়েছে হৃদরোগে আক্রান্ত হয়েই তিনি মারা গেছেন। মাত্র ৫৯ বছর বয়সে  ওয়েন্ডেলের প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে বলিমহল তথা গোটা ফ্যাশন ইন্ডাস্ট্রিতে।

 

 

আরও পড়ুন-পর্দায় ফিরতে চলেছেন বলিউড কিং শাহরুখ, নেপথ্যে কোন ছবি...

 

নব্বইয়ের দশক। সেই তখনকার সময়ে উত্থান হয়েছিল এই ফ্যাশন ডিজাইনারের। দেশ থেকে বিদেশেও কাজ করেছেন বহু। শুধু ডিজাইনই নয় কাজের  জন্য ভূয়সী প্রশংসাও কুড়িয়েছেন ডিজাইনার ওয়েন্ডেল। রিসর্ট ওয়্যার থেকে মিনিমালিজম, ইকো ফ্রেন্ডলি পোশাকে তার ভূমিকা গুরুত্বপূর্ণ। 

 

 

ফ্যাশন জগতের অভিনব স্টাইলিশ ফ্যাশনের জুড়ি মেলা ভার ছিল  রডরিক্সের। তবে শুধু ফ্যাশন ডিজাইনার হিসেবে নয়, সমাজকর্মী হিসেবেও যথেষ্ঠ সুনাম ছিল রডরিক্সের। এছাড়া সমকামীর অধিকার এবং পরিবেশ রক্ষা নিয়েও রীতিমতো সরব ছিলেন তিনি। নিজের কাজের বাইরেও এই কজগুলি করতে ভালবাসতেন ওয়েন্ডেল। পদ্মশ্রী সম্মানও পেয়েছেন ওয়েন্ডেল।