সংক্ষিপ্ত

 

  • পুলিশের  উদ্যোগে যুবক ফিরে পেল তার পরিবার  
  •   মানসিক ভারসাম্যহীন ওই  যুবকের নাম শ্রীনিবাস  
  • বর্ধমানের বাসস্ট্যান্ডে আড়াই বছর সে দিন কাটিয়েছে 
  •  রবিবার, উত্তরপ্রদেশে নিজের বাড়ি রওনা দিলেন যুবক 

 

 পুলিশের মানবিক উদ্যোগ। মানসিক ভারসাম্যহীন যুবক আড়াই বছর পর ফিরে পেল তার পরিবারকে। পূর্ব বর্ধমানের  ভাতার থানার পুলিশের উদ্যোগে মানসিক ভারসাম্যহীন যুবক আড়াই বছর পর ফিরে পেল তার পরিবারকে। এই ঘটনায় হারানো ছেলেকে ফিরে পেয়ে খুব খুশি, ওই পরিবার। যুবকের নাম শ্রীনিবাস। আজ রবিবার, ওই মানসিক ভারসাম্যহীন যুবককে নিয়ে গেলেন তার পরিবার ।

আরও পড়ুন, হাতির তাণ্ডবে ফসলের ক্ষতি, হুলা পার্টির সদস্য়দের বেধড়ক মার চাষিদের


সূত্রের খবর,  ভাতারের এরুয়ার বাসস্ট্যান্ডে এক যুবক ঘোরাঘুরি করতো বেশ কয়েক মাস ধরে। স্থানীয় ব্যবসায়ীরাই তাকে খাবার দিত,তাদের উদ্যোগে চিকিৎসা করানো হয়। একটু সুস্থ হলে সে তার নাম ও ঠিকানা বলতে পারে। এরপর ভাতার থানায় পুলিশ ওই যুবককে ভাতার  থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ শুরু করে। প্রাথমিকভাবে জানতে পারে ওই যুবকের বাড়ি উত্তরপ্রদেশে । 

আরও পড়ুন, দড়ি বেঁধে টানা হলো মহিলাকে, নির্মম অত্যাচারে অভিযুক্ত তৃণমূল নেতা

পুলিশি সূত্রের খবর, আড়াই বছর আগে সে বাড়ি থেকে হারিয়ে যায়। নাম শ্রীনিবাস। সামান্য মানসিক ভারসাম্যহীন ছিলেন দু'বছর ধরে বহু খোঁজাখুঁজি করেও খুঁজে পাওয়া যায়নি।শনিবার ফোনে তারা জানতে পারে বলে জানান। স্বাভাবিকভাবেই ঘরের ছেলেকে ফিরে পেয়ে খুশি।