সংক্ষিপ্ত
- সদ্যই শেষ হয়েছে উৎসবের মরশুম
- ডিসেম্বর মাসে বেশ কয়েকদিন বন্ধ থাকবে ব্যাঙ্কের পরিষেবা
- ক্রিসমাস থেকে পরপর তিন দিন ছুটি পাচ্ছেন ব্যাঙ্ক কর্মীরা
- সময়ের আগেই সেরে নিন গুরুত্বপূর্ণ কাজগুলি
রাজ্যে লকডাউন চলাকালীনব্যাঙ্কের নিরাপত্তার কথা মাথায় রেখেও ব্যাঙ্ক খোলার ক্ষেত্রে নিয়মে বেশ কিছু রদবদল আনা হয়েছিল। যদিও নিউ নর্মাল হলেও করেনার প্রকোপ এখনও কাটেনি। নতুন নিয়মে শনি ও রবি এই দুই দিন করেই এখন থেকে ব্যাঙ্ক বন্ধ থাকবে। কারণ একটা করোনার সংক্রমণ। করোর প্রকোপের মাঝেও নিজেদের প্রাণের ঝুঁকি নিয়ে রোজ ব্যাঙ্কে এসে সকলকে পরিষেবা দিয়ে যাচ্ছেন ব্যাঙ্কের কর্মীরা। আর তার ফলেই ব্যাঙ্কের একাধিক কর্মী-অফিসারেরা করোনা আক্রান্ত হয়ে পড়ছেন। সেই কারণেই এই নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন-বাম্পার ধামাকা এলআইসি-র, এজেন্ট নয় সরাসরি পলিসি কেনার দুর্দান্ত সুযোগ...
আরও পড়ুন-একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ কলকাতায়, মাসিক বেতন ৩৫ হাজার...
সদ্যই শেষ হয়েছে উৎসবের মরশুম ৷ তবে বছরের শেষ অর্থাৎ ডিসেম্বর মাস মানেই ফের উৎসবের মরশুম। সুতরাং ব্যাঙ্ক কর্মীদেরও ডিসেম্বরে ছুটির সংখ্যা নোহাতই কম নয় ৷ ডিসেম্বর মাসে বেশ কয়েকদিন বন্ধ থাকবে ব্যাঙ্কের পরিষেবা। তাই সময়ের আগেই গুরুত্বপূর্ণ কাজ সেরে নিন। কোন কোন দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক পরিষেবা, জেনে নিন বিশদে।
চলতি বছরের ডিসেম্বর মাসে ব্যাঙ্কের ছুটির তালিকায় চারটি রবিবার, দ্বিতীয় এবং চতুর্থ শনিবারের ছুটিও রয়েছে ৷ শুধু তাই নয়, এর পাশাপাশি রয়েছে ক্রিসমাসের ছুটিও ৷
৬, ১৩, ২০ এবং ২৭ ডিসেম্বর এই ৪ দিন হল রবিবার ৷ তাই ওই দিনগুলিতে ব্যাঙ্কের ধার্য ছুটি ৷ পাশাপাশি দ্বিতীয় শনিবার ১২ ডিসেম্বর এবং চতুর্থ শনিবার হল ২৬ ডিসেম্বর ৷
অর্থাৎ ২৫ ডিসেম্বর ক্রিসমাসের ঠিক পরের দিনই আবারও ছুটি পাবেন ব্যাঙ্ক কর্মীরা। কারণ ২৫ ডিসেম্বর ক্রিসমাসের ছুটির পাশাপাশি ২৬ তারিখ মাসের চতুর্থ শনিবার এবং ২৭ তারিখ রবিবার পড়ায় পরপর তিন দিন ছুটি পাচ্ছেন ব্যাঙ্ক কর্মীরা ৷
সুতরাং পরপর এতগুলি দিন ব্যাঙ্ক বন্ধ থাকায় চরম দুভোর্গে পরতে পারেন সাধারণ মানুষরা। তাই সকলেই নিজেদের গুরুত্বপূর্ণ কাজ সময়ের আগে সেরে নিন।