- Home
- Business News
- Other Business
- জীবনবিমার ক্ষেত্রে বড় বদলের সিদ্ধান্ত কেন্দ্রের, জেনে নিন কী কী প্রভাব পড়বে গ্রাহকদের ওপর
জীবনবিমার ক্ষেত্রে বড় বদলের সিদ্ধান্ত কেন্দ্রের, জেনে নিন কী কী প্রভাব পড়বে গ্রাহকদের ওপর
ভারতে বিমা সংশোধনী বিল আনতে চলেছে কেন্দ্র। এই বিল পাশ হলে বিমা খাতে ১০০% এফডিআই, কম্পোজিট বিমা লাইসেন্স এবং নন-ইন্স্যুরেন্স সংস্থার সঙ্গে সংযোগের সুযোগ সহ নানা পরিবর্তন আসবে। এর ফলে বেসরকারি সংস্থা লাভবান হলেও, LIC ও SBI Life-এর জটিলতা বাড়তে পারে।

বড় সিদ্ধান্ত নিতে চলেছে বিজেপি সরকার। ভারতে বিমা সংশোধনী বিল আনতে চলেছে কেন্দ্রীয় সরকার।
যদি দেশে এই বিমা সংশোধনী বিল অনুমোদন পায়, তাহলে বিমা খাতে এফডিআইয়ের ১০০ শতাংশ পথ খুলে যাবে। অর্থাৎ এই বিল দেশে চালু হলে বিদেশি বিনিয়োগকারীরা কোনও ভারতীয় বিমা সংস্থাকে সম্পূর্ণরূপে কিনতে পারে।
তেমনই কোনও বিদেশি বিমা সংস্থা কোনও ভারতীয় বিমা সংস্থার শেয়ারহোল্ডার না হয়েও পৃথক ও স্বয়ংসম্পূর্ণভাবে ব্যবসা করতে পারে।
তেমনই বিমা সংশোধনী বিল কার্যকর হলে কম্পোজিট বিমা লাইসেন্স পাওয়া শুরু হবে। এতে সমস্ত বিমা সংস্থা লাভবান হবে।
বিমা সংশোধনী বিল কার্যকর হলে নন ইনসিওরেন্স সংস্থাগুলোর সঙ্গে ইনসিওরেন্স সংস্থার সংযোগে বাধা থাকবে না।
তেমনই বিমা সংশোধনী বিল কার্যকর হলে লাভবান হবে ম্যাক্স ফিনান্সিয়াল সংস্থা। এই সংস্থার অধীনে ইনসিওরেন্স সংস্থা ও নন ইনসিওরেন্স সংস্থা সংযুক্ত হবে।
বর্তমানে বিমা এজেন্টরা শুধুমাত্র একটি জীবনবিমা ও একটি সাধারণ ও স্বাস্থ্যবিমা সংস্থার সঙ্গে চুক্তি করতে পারে। এই বিমা সংশোধনী বিল কার্যকর হলে এই বাধা দূর হবে।
এই বিমা সংশোধনী বিল কার্যকর হলে তার দ্বারা লাভবান হবে বেসরকারি বিমা সংস্থা।
তবে, এলআইসি এবং এসবিআই লাইফের মতো সংস্থার জটিলতা বাড়তে পারে।
তবে, নতুন বিমা সংশোধনী বিল কার্যকর হলে আগামী দিনে বিমা সংস্থার বিনিয়োগ বিধিতে বড় বদল আসবে।