- Home
- Business News
- Other Business
- ১.৮ লাখ টাকা বিনিয়োগে তিন মাসে মিলেছে ৯৮৪ কোটি! জানেন কীভাবে হল এই ম্যাজিক?
১.৮ লাখ টাকা বিনিয়োগে তিন মাসে মিলেছে ৯৮৪ কোটি! জানেন কীভাবে হল এই ম্যাজিক?
- FB
- TW
- Linkdin
এমন একটা ধাক্কা পেতেই দিন-রাত চাতকের মতো অপেক্ষায় থাকেন বিনিয়োগকারীরা। এমন একটা ব্যাটে-বলে ক্লিক হলেই কোটি টাকার গদিতে বসার স্বপ্ন পূরণ হতে সময় লাগে না।
আপনিও নিশ্চয়ই জানতে চান যে কোন খাতে বিনিয়োগ করে ৫৬ হাজার গুন রির্টান পেলেন বিনিয়োগকারীরা, জেনে নেওয়া যাক-
এই ধরণের লাভ পেতে আপনাকে ঝুঁকি অবশ্যই নিতে হবে। ব্লুচিপস সংস্থায় বিনিয়োগ করেই বিনিয়োগকারীরা এই পরিমাণ লাভ করে।
যা বহুগুণ রিটার্ন দেয়।এর অন্যমত একটি হল এলসিড ইনভেস্টমেন্ট প্রাইভেট লিমিটেড।
এখানে ১.৮ লাখ টাকা বিনিয়োগে তিন মাসে ৯৮৪ কোটির রিটার্ন পেয়েছেন বিনিয়োগকারীরা।
এই সংস্থা এর আগে ট্রেড করলেও তা ২-১ দিনের বেশি স্থায়ী ছিল না। ২০২৪ সালেই প্রথম ৯ দিনের মতো সেশনে এসেছে।
আরও একটি হল বম্বে স্টক এক্সচেঞ্জ এটি ভারতেরই নয় এশিয়ার প্রাচীনতম স্টক এক্সচেঞ্জ।
বোম্বে স্টক এক্সচেঞ্জ ১৮৭৫ সালে প্রেমচাঁদ রায়চাঁদ প্রতিষ্ঠিত করেছিলেন এবং বর্তমানে শ্রী সুন্দররমন রামমূর্তি এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও পদে রয়েছেন।
এর ভ্যালু ৩৮০৮ কোটি টাকা হয়েছে। এই স্টক ৫ মাসে প্রায় ৫৬ হাজার গুণ রিটার্ন দিয়েছে।
এই সংস্থার সব মিলিয়ে পাবলিক শেয়ার হোল্ডার রয়েছে ৩২২।