- Home
- Business News
- Other Business
- Gold Rate: মধ্যবিত্তের মাথায় হাত, এক ধাক্কায় অনেকটা বেড়ে গেল সোনার দর, রইল বিভিন্ন শহরে সোনার দাম
Gold Rate: মধ্যবিত্তের মাথায় হাত, এক ধাক্কায় অনেকটা বেড়ে গেল সোনার দর, রইল বিভিন্ন শহরে সোনার দাম
গত কয়েক মাস ধরে সোনার দাম ক্রমাগত বাড়ছে এবং তা লাখের ঘরে অবস্থান করছে। গতকালের তুলনায় আজ আবারও দাম বেড়েছে। এই প্রতিবেদনে কলকাতা, চেন্নাই, মুম্বাই, দিল্লি সহ বিভিন্ন বড় শহরে আজকের ২২ ও ২৪ ক্যারেট সোনার নতুন দাম উল্লেখ করা হয়েছে।

প্রতিদিনই বদল হয় সোনার দাম। শেষ কয় সপ্তাহ ধরে তা অবস্থান করছে লাখের ঘরে। প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে এই সংখ্যা। তবে, শেষ কয় মাস ধরে সোনার দাম ক্রমে বেড়ে চলেছে। মাঝে দামের পতন হলেও সে অর্থে পতন হয়নি। আজ ফের পরিবর্তন হল সোনার দাম। গত কালের থেকে বেশ খানিকটা বেড়েছে দাম। এক ঝলকে দেখে নিন কোন শহরে কত দাম এই সোনার।
আজ কলকাতায় সোনার দাম-
২২ ক্যারেট - প্রতি ১ গ্রামে ১১,২৯০
২৪ ক্যারেট- প্রতি ১ গ্রামে ১২,৩১৭
গতকাল কলকাতায় সোনার দাম ছিল-
২২ ক্যারেট - প্রতি ১ গ্রামে ১১,১৮৫
২৪ ক্যারেট- প্রতি ১ গ্রামে ১২,২০২
আজ চেন্নাই-এ সোনার দাম-
২২ ক্যারেট - প্রতি ১ গ্রামে ১১,৩০০
২৪ ক্যারেট- প্রতি ১ গ্রামে ১২,৩২৮
আজ মুম্বই-এ সোনার দাম-
২২ ক্যারেট - প্রতি ১ গ্রামে ১১,২৯০
২৪ ক্যারেট- প্রতি ১ গ্রামে ১২,৩১৭
আজ দিল্লিতে সোনার দাম-
২২ ক্যারেট - প্রতি ১ গ্রামে ১১,৩০৫
২৪ ক্যারেট- প্রতি ১ গ্রামে ১২,৩৩২
আজ বেঙ্গালুরু সোনার দাম-
২২ ক্যারেট - প্রতি ১ গ্রামে ১১,২৯০
২৪ ক্যারেট- প্রতি ১ গ্রামে ১২,৩১৭
আজ আমেদাবাদে সোনার দাম-
২২ ক্যারেট - প্রতি ১ গ্রামে ১১,২৯৫
২৪ ক্যারেট- প্রতি ১ গ্রামে ১২,৩২২
আজ কেরলে সোনার দাম-
২২ ক্যারেট - প্রতি ১ গ্রামে ১১,২৯০
২৪ ক্যারেট- প্রতি ১ গ্রামে ১২,৩১৭

