- Home
- Business News
- Other Business
- এয়ার ইন্ডিয়ার নতুন লোগো 'দ্য ভিস্তা', নতুন বিমানও কিনছে টাটা গোষ্ঠীর মালিকানাধীন সংস্থা
এয়ার ইন্ডিয়ার নতুন লোগো 'দ্য ভিস্তা', নতুন বিমানও কিনছে টাটা গোষ্ঠীর মালিকানাধীন সংস্থা
- FB
- TW
- Linkdin
বৃহস্পতিবার প্রকাশ্যে এল এয়ার ইন্ডিয়ার নতুন লোগো 'দ্য ভিস্তা', টেইল ডিজাইন
এয়ার ইন্ডিয়ার নতুন লোগো, ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, লয়্যালটি প্রোগ্রাম প্রকাশ্যে এল। এই বিমান সংস্থার উড়ানের অন্দরসজ্জাও নতুন করে সাজানো হচ্ছে।
২০২৬ সালে সম্পূর্ণ বদলে যাচ্ছে এয়ার ইন্ডিয়া, বৃহস্পতিবার শুরু হল নতুন পথ চলা
টাটা গ্রুপের মালিকানাধীন সংস্থা এয়ার ইন্ডিয়ার নতুন ব্র্যান্ড পরিচিতি তৈরির উদ্যোগ নেওয়া হল। নতুন বিমানও কেনা হচ্ছে। ঝাঁ চকচকে করে তোলা হচ্ছে এয়ার ইন্ডিয়াকে।
এয়ার ইন্ডিয়ার আধুনিকীকরণের ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য নেওয়া হচ্ছে
এত বছর ধরে এয়ার ইন্ডিয়ার উড়ানের জানলার যে নকশা ছিল, এবার সেটা কিছুটা বদলে যাচ্ছে। ভবিষ্যতে দেখা যাবে সোনালি ফ্রেমের জানলা।
এয়ার ইন্ডিয়ার জানলার নতুন নকশার আদলেই তৈরি হয়েছে লোগো
এয়ার ইন্ডিয়ার নতুন লোগোয় অপার সম্ভাবনা, উন্নতি, ভবিষ্যতের জন্য আত্মবিশ্বাসী রূপ প্রকাশ করা হয়েছে।
এয়ার ইন্ডিয়ার নতুন লোগো ও নকশায় লাল, বেগুনি ও সোনালি রং ব্যবহার করা হয়েছে
এয়ার ইন্ডিয়ার নতুন উড়ানে চক্রের মতো আকার দেওয়া হচ্ছে। টেইল ডিজাইনেোর পাশাপাশি নতুন উড়ানের সামনের দিকের নকশাতেও কিছুটা বদল আসছে।
এয়ার ইন্ডিয়ার নতুন লোগোয় ভারতীয় আতিথেয়তা ও সংস্থার ইতিহাস, ঐতিহ্য তুলে ধরা হয়েছে
এয়ার ইন্ডিয়ার সিইও ও ম্যানেজিং ডিরেক্টর ক্যাম্পবেল উইলসন বলেছেন, 'আমাদের নতুন ব্র্যান্ডের মাধ্যমে এয়ার ইন্ডিয়াকে বিশ্বমানের উড়ান সংস্থা করে তোলার লক্ষ্য প্রতিফলিত হচ্ছে। এর মাধ্যমে বিশ্বে নতুন ভারতকে তুলে ধরা হচ্ছে।'
এয়ার ইন্ডিয়ার ম্যাসকট মহারাজা আগের মতোই থাকছে, এক্ষেত্রে বদল হচ্ছে না
এয়ার ইন্ডিয়ার গৌরবময় অতীতকে তুলে ধরা হচ্ছে নতুন ব্র্যান্ডিংয়ের মাধ্যমে। ভবিষ্যতে যাতে এই সংস্থা ফের মাথা তুলে দাঁড়াতে পারে, সেই চেষ্টা শুরু করা হয়েছে।
নতুন পথ চলা শুরু করার পর বোয়িং ও এয়ারবাস সংস্থার কাছ থেকে বিমান কিনছে এয়ার ইন্ডিয়া
৭০ বিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে এয়ারবাস ও বোয়িং সংস্থার কাছ থেকে ৪৭০টি বিমান কিনছে এয়ার ইন্ডিয়া। এ বছরের নভেম্বর থেকেই নতুন বিমানগুলি আসা শুরু হবে।
এ বছর থেকেই ২০টি অতিরিক্ত চওড়া বিমানের মাধ্যমে পরিষেবা দেওয়া শুরু করেছে এয়ার ইন্ডিয়া
২০২৪-এর মাঝামাঝি সময় থেকে ৪৩টি অতিরিক্ত চওড়া বিমানের মাধ্যমে পরিষেবা দেওয়া শুরু করছে এয়ার ইন্ডিয়া। প্রতিটি কেবিনে নতুন আসনের ব্যবস্থা করা হচ্ছে। উড়ানে ওয়াই-ফাই, বিনোদনের ব্যবস্থাও থাকছে।
গ্রাহকদের সবরকম সুবিধা দেওয়ার জন্য নতুন ওয়েবসাইট, মোবাইল অ্যাপ চালু করল এয়ার ইন্ডিয়া
৯টি ভারতীয় ও বিদেশি ভাষায় কাস্টমার কন্ট্যাক্ট সেন্টার চালু করার কথা জানাল এয়ার ইন্ডিয়া। আগামী বছর থেকে গ্রাহকদের আরও কিছু সুবিধা দেওয়া হবে বলে জানানো হয়েছে।