Amazon Investment India: অ্যামাজন আগামী ২০৩০ সালের মধ্যে ভারতে অতিরিক্ত ৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করার পরিকল্পনা নিয়েছে। এটি ভারতের ডিজিটাল অর্থনীতির বৃদ্ধিতে বড় ভূমিকা নিতে পারে বলেই ধারণা বিশেষজ্ঞদের।
Amazon Investment India: ভারতে ব্যবসা আরও বৃদ্ধি করতে চায় অ্যামাজন।আর সেই লক্ষ্যেই, আগামী ২০৩০ সালের মধ্যে এই দেশে অতিরিক্ত ৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করার পরিকল্পনা নিয়েছে এই বহুজাতিক সংস্থাটি। এখনও পর্যন্ত, ভারতে ৪০ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করে ফেলেছে তারা।
ই-কমার্স রপ্তানিতে বড় অবদান
এবার নতুন এই বিনিয়োগের মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), ডিজিটালাইজেশন, রপ্তানি বৃদ্ধি এবং কর্মসংস্থান তৈরির মতো তিনটি প্রধান ক্ষেত্রে মনোযোগ দেওয়া হবে বলে জানা যাচ্ছে। দিল্লীতে অনুষ্ঠিত ষষ্ঠ অ্যামাজন সামিটে এই তথ্য প্রকাশ করা হয়। কিস্টোন স্ট্র্যাটেজির অর্থনৈতিক রিপোর্টে বলা হয়েছে, অ্যামাজনের এখন পর্যন্ত করা বিনিয়োগ ভারতকে তার বৃহত্তম বিদেশী বিনিয়োগকারীদের তালিকায় স্থান করে দিয়েছে। এছাড়াও ই-কমার্স রপ্তানিতে বড় অবদান রাখার পাশাপাশি এটি বিভিন্ন ক্ষেত্রে কর্মসংস্থানও তৈরি করেছে।
ভারতে অ্যামাজনের বিনিয়োগের প্রভাব যথেষ্ট উল্লেখযোগ্য। রিপোর্ট অনুযায়ী, ১.২ কোটিরও বেশি ছোট ব্যবসার ডিজিটালাইজেশন হয়েছে এই সময়ের মধ্যে। সেইসঙ্গে, ২০ বিলিয়ন ডলার মূল্যের ই-কমার্স রপ্তানিও সম্ভব হয়েছে। শুধুমাত্র ২০২৪ সালেই, সংস্থাটির কার্যক্রমের জেরে ২.৮ মিলিয়ন প্রত্যক্ষ এবং পরোক্ষ কর্মসংস্থান তৈরি হয়েছে।
'মেড-ইন-ইন্ডিয়া' প্রোডাক্ট
অ্যামাজনের উদীয়মান বাজারগুলির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অমিত আগরওয়াল জানিয়েছেন, ভারতের ডিজিটাল রূপান্তরের যাত্রায় তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও জানান, ছোট ব্যবসার বৃদ্ধি এবং 'মেড-ইন-ইন্ডিয়া' প্রোডাক্ট বিশ্ব বাজারে পৌঁছে দেওয়ার মতো লক্ষ্যে সংস্থাটি ক্রমাগত কাজ চালিয়ে যাচ্ছে।
আগরওয়াল বলেন, ২০৩০ সালের মধ্যে অ্যামাজন আরও অনেকক্ষেত্রে ব্যাপক উন্নতি করতে চায়। ১ মিলিয়ন নতুন কর্মসংস্থান তৈরি, সাধারণ মানুষ, ছোট ব্যবসার জন্য AI-এর সুবিধা সম্প্রসারণ এবং ই-কমার্স রপ্তানি ৮০ বিলিয়ন ডলারে উন্নীত করাই তাদের প্রধান লক্ষ্য।
এবার আসন্ন ৩৫ বিলিয়ন ডলারের বিনিয়োগ নিঃসন্দেহে ভারতের ডিজিটাল অর্থনীতিকে ত্বরান্বিত করবে। সেইসঙ্গে, পরিকাঠামোগত উন্নতি এবং প্রযুক্তিগত উদ্ভাবনকেও উৎসাহ জোগাবে বলে মত বিশেষজ্ঞদের।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


