- Home
- Business News
- Other Business
- শেয়ার বাজারের এই দোলাচলের মধ্যেই মাত্র এক বছরে ৫০% রিটার্ন দিয়েছে এই স্টকগুলি
শেয়ার বাজারের এই দোলাচলের মধ্যেই মাত্র এক বছরে ৫০% রিটার্ন দিয়েছে এই স্টকগুলি
বাজেট পেশ এবং রিজার্ভ ব্যাঙ্কের রেপোর্টের পরেও শেয়ার বাজারে অস্থিরতা বিরাজ করছে। ডলারের দাম বৃদ্ধি এবং মার্কিন প্রেসিডেন্টের শুল্ক চাপানোর প্রভাবে বাজারে ধ্বস নেমেছে। তবে, কিছু স্টক রয়েছে যা এক বছরে ৫০% পর্যন্ত রিটার্ন দিতে পারে।

বাজেট পেশের পর থেকেই দোলাচলে শেয়ার বাজার, কোন কোন সেক্ট ভালো হলে কোনটায় আবার ধ্বস।
এরই মধ্যে শুক্রবার রিজার্ভ ব্যাঙ্কের রেপোরেট ২৫ বেসিস পয়েন্ট কমালেও একটুও বদলায়নি পরিবেশ।
তবে শেয়ার বাজারে কেন এমন পরিস্থিতি, কোন কোন বিষয় এর জন্য দায়ী?
এর জন্য প্রধান কারণ হল ডলারর দাম বৃদ্ধি!মার্কিন প্রেসিডেন্টের শুল্ক চাপানো বেশ প্রভাব ফেলেছে দেশের শেয়ার বাজারে।
এই অবস্থায় দীর্ঘমেয়াদি লাভজনক রিটার্নের কয়েকটি স্টকের হদিশ দেওয়া হল, যা আপনার জন্য লাভবান হতে পারে।
এমন কিছু স্টক রয়েছে যা এক বছরের মধ্যেই ৫০ শতাংশ রিটার্ন দিচ্ছে, জেনে নিন এই স্টকগুলি সম্পর্কে।
কোল ইন্ডিয়া: কিনতে পারেন দেশের সেরা এই রাষ্ট্রায়ত্ত সংস্থার স্টক। এর আপসাইড এর ক্ষমতা ৫৯ শতাংশ। অর্থাৎ মাত্র এর বছরের মধ্যেই ৫৯ শতাংশ দাম ফেরত পেতে পারেন।
অশোক লেল্যান্ড: এই সংস্থার স্টক অটো সেক্টরের মধ্যে বেশ ভরসাযোগ্য। এই স্টক নিয়ে বেশ আশাবাদী প্রফেসনাল বিনিয়োগকারীরা। এর আপসাইড ক্ষমতা ৫৫ শতাংশ।
অরবিন্দ ফার্মা: এই সংস্থার স্টক ওষুধ প্রস্তুতকারক স্টকগুলির মধ্যে অন্যতম। যা বিশেষজ্ঞরা কেনার পরামর্শ দিয়ে থাকেন। ১ বছরে ৬৩ শতাংশ পর্যন্ত এই সংস্থার শেয়ার বাড়তে পারে ।
জুনিপার হোটেলস: এই স্টকের জন্য বিশেষজ্ঞরা বলেছে সবার আগে এটা ট্রাই করুন। এক বছরে ৭৩ শতাংশ পর্যন্ত বাড়তে পারে এই স্টক।