সংক্ষিপ্ত
শুক্রবার শেয়ার বাজারের সঙ্গে যুক্ত ব্যক্তিদের মুখের হাসি চওড়া হয়ে গেল। দিনের শেষে উন্নতি হয়েছে সেনসেক্স ও নিফটির। ফলে বিনিয়োগকারীদের বিপুল লাভ হল।
শুক্রবার শেয়ার বাজারের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিপুল লাভ হল। বিনিয়োগকারীদের একদিনে ২.৮ লক্ষ কোটি টাকা লাভ হল। সবমিলিয়ে বম্বে স্টক এক্সচেঞ্জে পঞ্জিকৃত সংস্থাগুলির মূলধনের পরিমাণ ৩০৯.৬ লক্ষ কোটি টাকা থেকে বেড়ে হল ৩১২.৪ লক্ষ কোটি টাকা। বিএসই মিডক্যাপ ও স্মলক্যাপ ইন্ডিকসেরও উন্নতি হয়েছে। শুক্রবার মিডক্যাপ বেড়ে হয়েছে ৩১,৪৬১.২৬ এবং স্মলক্যাপ বেড়ে হয়েছে ৩৭,৪৬০.২৪। দিনের শুরুতে অবশ্য বোঝা যায়নি এতটা উন্নতি হবে। বৃহস্পতিবার শেয়ার বাজার বন্ধ হওয়ার সময় সেনসেক্স ছিল ৬৪,৮৩১.৪১। শুক্রবার শুরুতে সেনসেক্স সামান্য বেড়ে হয় ৬৪,৮৫৫.৫১। তবে দিন যত এগোতে থাকে, সেনসেক্স ততই বাড়তে থাকে। দিনের মাঝামাঝি সময়ে ৬৪২ পয়েন্ট বেড়ে সেনসেক্স পৌঁছয় ৬৫,৪৭৩.২৭ পয়েন্টে। দিনের শেষে ৫৫৬ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ৬৫,৩৮৭.১৬ পয়েন্টে থাকে সেনসেক্স। এদিন নিফটিও অনেকটা বেড়ে যায়। দিনের শেষে ১৮২ পয়েন্ট বেড়ে নিফটি থাকে ১৯,৪৩৫.৩০ পয়েন্টে।
৩০টি শেয়ার প্যাক সেনসেক্সের মধ্যে শুধু আলট্রাটেক সিমেন্ট, সান ফার্মা, নেসলে ও লার্সেন অ্যান্ড টুব্রোর শেয়ারের দরই কিছুটা কমে গিয়েছে। বাকি সব সংস্থারই লাভ হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের কর্মসংস্থান সংক্রান্ত তথ্য প্রকাশ করা হয়েছে। আশা করা হচ্ছে, সেপ্টেম্বরে রেট বাড়াবে না ফেডারেল রিজার্ভ। তার ফলেই চাঙ্গা হয়ে উঠেছে শেয়ার বাজার।
সংবাদসংস্থা রয়টার্স জানিয়েছে, 'এ সপ্তাহে মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রেজারিতে পতনের প্রভাব পড়েছে ডলারের উপর। টানা ৬ সপ্তাহ বৃদ্ধির পথে ছিল মার্কিন ডলার। মার্কিন যুক্তরাষ্ট্রের নন-ফার্ম পে রোল ফিগারের ক্ষেত্রে ডলারের উত্থান জরুরি ছিল। ওয়াল স্ট্রিটেও এর প্রভাব দেখা গিয়েছে।' মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রেজারি নতুন করে রেট না বাড়ানোয় এবং ডলারের দর শেয়ার বাজারে উত্থান নিশ্চিত করেছে।
গত ত্রৈমাসিকে ভারতের জিডিপি বৃদ্ধির হার ছিল ৬.১ শতাংশ। সেখানে ২০২৩-২৪ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে জিডিপি বৃদ্ধির হার হয়েছে ৭.৮ শতাংশ। জাতীয় পরিসংখ্যান দফতর এই তথ্য জানিয়েছে। বৃহস্পতিবার মুখ্য আর্থিক উপদেষ্টা ভি অনন্ত নাগেশ্বরণ জানান, বৃষ্টির পরিমাণ কম হলেও, চলতি অর্থবর্ষে আর্থিক বৃদ্ধির হার হবে ৬.৫ শতাংশ। শুক্রবার রাজস্ব সচিব সঞ্জয় মালহোত্রা জানিয়েছেন, এ বছরের আগস্টে পণ্য ও পরিষেবা কর আদায় ১১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এর অর্থ হল, ১.৬০ লক্ষ কোটি টাকা আদায় হয়েছে। জিডিপি বৃদ্ধি ও জিএসটি আদায় বৃদ্ধির পরোক্ষ প্রভাবও শেয়ার বাজারে পড়তে পারে।
আরও পড়ুন-
GDP Growth: অর্থনীতিতে স্বস্তি, ভারতের জিডিপি বৃদ্ধির হার ৭.৯ শতাংশ
UPI Paymant : ভারতের ইউপিআই সিস্টেম দেখে মুগ্ধ জার্মানির মন্ত্রী, দেখুন ভিডিও