- Home
- Business News
- Other Business
- ক্রেডিট কার্ড গ্রাহকদের পড়তে চলেছে পকেটে টান! বিশাল অঙ্কের সুদ দিতে না চাইলে অবশ্যই জেনে রাখুন
ক্রেডিট কার্ড গ্রাহকদের পড়তে চলেছে পকেটে টান! বিশাল অঙ্কের সুদ দিতে না চাইলে অবশ্যই জেনে রাখুন
- FB
- TW
- Linkdin
ক্রেডিট কার্ড ব্যবহার করেন? আর তাতে পরিশোধ করতে করতে হবে বিপুল অঙ্কের ঋণ! তবে এখনই হয়ে যান সাবধান!
কারণ ক্রেডিট কার্ড গ্রাহকদের জন্য রয়েছে হতাশাজনক খবর।
ক্রেডিট কার্ডে সুদের হার ৩০ শতাংশের মধ্যেই সীমাবদ্ধ থাকবে কি না তা নিয়ে NCDRC-এর সিদ্ধান্ত জানিয়ে দিল ৩০ শতাংশের এই স্থগিতাদেশ রাখা যাবে না।
এর অর্থ ক্রেডিট কার্ডের নেওয়া সুদের হার বাড়তে চলেছে ৩০ শতাংশের উপরে, ফলে সময়মতো ঋণ শোধ না দিলেই মাথার হাত পড়বে মধ্যবিত্তের।
প্রসঙ্গত, ২০০৮ সালে ক্রেডিট কার্ডের বাকি থাকা সুদের হার ৩৬-৪৯ শতাংশ নেওয়ার জন্য ব্যাঙ্কগুলিকে তিরষ্কার করেছিল NCDRC অর্থাৎ ন্যাশনাল কনজিউমার ডিসপিউটস রিড্রেসাল কমিশন।
তবে শুক্রবার সুপ্রিম কোর্টে ন্যাশনাল কনজিউমার ডিসপিউটস রিড্রেসাল কমিশন (এনসিডিআরসি) ২০০৮ সালের এই সিদ্ধান্তকে বাতিল করেছে।
২০০৮ সালের একটি সিদ্ধান্তে, এনসিডিআরসি ক্রেডিট কার্ডের বকেয়া ৩৬ শতাংশ থেকে ৪৯ শতাংশের মধ্যে সুদের হার নেওয়ার জন্য ব্যাঙ্কগুলিকে কঠোরভাবে তিরস্কার করেছিল।
শুক্রবার সুপ্রিম কোর্ট জাতীয় ভোক্তা বিরোধ নিষ্পত্তি কমিশনের (এনসিডিআরসি) ২০০৮ সালের সিদ্ধান্তকে বাতিল করেছে।
এবং জানিয়েছে যে, ব্যাঙ্ক ক্রেডিট কার্ডের বকেয়া ৩০ শতাংশের বেশি সুদ চার্জ করা অন্যায্য বাণিজ্য অনুশীলনের সমান হবে।