- Home
- Business News
- Other Business
- Mutual Fund: চলতি বছরে ৪০ শতাংশের বেশি রিটার্ন এবং হাতে মোটা অঙ্ক! কোন ফান্ডগুলি দিয়েছে জানেন?
Mutual Fund: চলতি বছরে ৪০ শতাংশের বেশি রিটার্ন এবং হাতে মোটা অঙ্ক! কোন ফান্ডগুলি দিয়েছে জানেন?
- FB
- TW
- Linkdin
সঠিক ফান্ড নির্বাচন করে বিনিয়োগ করলে হয়ে যেতে পারেন মালামাল
হাতে আসতে পারে প্রচুর টাকা।
দুর্দান্ত রিটার্ন
চলতি ২০২৪ সালে এমন ৯টি লার্জ অ্যান্ড মিডক্যাপ ফান্ড রয়েছে, যা বিনিয়োগকারীদের ৩০%-রও বেশি রিটার্ন দিয়েছে।
অন্যদিকে আরও ৩টি ফান্ড রয়েছে
যেগুলি ২০২৪ সালে, ৪০%-রও বেশি রিটার্ন দিয়েছে বিনিয়োগকারীদের।
মতিলাল অসওয়াল লার্জ অ্যান্ড মিডক্যাপ ফান্ড (Motilal Oswal Large & Midcap Fund)
এই ফান্ডটি ২০২৪ সালে, রিটার্ন দিয়েছে ৪৬.৫৫%। অপরদিকে এইচএসবিসি লার্জ অ্যান্ড মিডক্যাপ ফান্ড (HSBC Large & Midcap Fund) থেকে পাওয়া গেছে ৪২.৭৭% রিটার্ন।
ইনভেসকো ইন্ডিয়া লার্জ অ্যান্ড মিড ক্যাপ ফান্ড (Invesco India Large & Mid Cap Fund)
৪০.৮৮% রিটার্ন পেয়েছেন ইনভেস্টররা। অন্যদিকে, বন্ধন কোর ইকুইটি ফান্ড থেকে বিনিয়োগকারী ৩২% রিটার্ন পেয়েছেন।
ইউটিআই লার্জ অ্যান্ড মিড ক্যাপ ফান্ড
এই ফান্ডটি থেকে ২০২৪ সালে, ৩১.২৯% রিটার্ন মিলেছে। ওদিকে এলআইসি এমএফ লার্জ অ্যান্ড মিডক্যাপ ফান্ড থেকে ২০২৪ সালে, পাওয়া গেছে ৩১.১০% রিটার্ন।
বরোদা বিএনপি পরিবাস লার্জ অ্যান্ড মিড ক্যাপ ফান্ড
চলতি বছরে এই ফান্ডটি থেকে ৩০.৭৯% রিটার্ন মিলেছে।
কানাড়া রোবেকো এমার্জিং ইকুইটিজ ফান্ড
এখান থেকে বিনিয়োগকারীরা পেয়েছেন ৩০.৬১% রিটার্ন।
নিপ্পন ইন্ডিয়া ভিশন ফান্ড
এটি থেকে বিনিয়োগকারীরা পেয়েছেন প্রায় ৩০.১৯% রিটার্ন।
তবে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ বাজারগত ঝুঁকিসাপেক্ষ একটি বিষয়
তাই অবশ্যই টাকা ইনভেস্ট করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের পরামর্শ নিন।